কাংড়া (হিমাচল প্রদেশ): হিমাচল প্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রেস 'লাফিং ক্লাবে' পরিণত হয়েছে বলে কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। বললেন, রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী নিজেই দুর্নীতিতে অভিযুক্ত, আর তারাই কিনা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স-এর প্রতিশ্রুতি দিচ্ছে!


সকলের প্রিয় 'দেবভূমি' হিমাচল প্রদেশকে দানবদের কবল থেকে মুক্ত করার সময় এসেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রাজ্যের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংহের নাম করেন তিনি। বলেন, মুখ্যমন্ত্রী নিজেই জামিনে রয়েছেন। কীসের অভিযোগে? দুর্নীতি। মারাত্মক অভিযোগ উঠেছে ওনার নামে। সেই মুখ্যমন্ত্রীই কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করছেন, দুর্নীতি দমনের কথা বলছেন, এটা কি মেনে নেওয়া যায়? আমার মনে হয়, কংগ্রেস লাফিং ক্লাব হয়ে উঠেছে। দুর্নীতির অভিযোগ ওঠার পরও কংগ্রেসের নেতা মিডিয়ার সামনে এসে ইস্তাহার প্রকাশ করছেন, যাতে বলা হচ্ছে, কংগ্রেস সরকার দুর্নীতির সঙ্গে বিন্দুমাত্র আপস না করার নীতি পালন করবে। একটা শিশুও এটা বিশ্বাস করবে না।

কংগ্রেসকে আক্রমণ চালিয়ে গিয়ে মোদী বলেন, দেশবাসী স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন, সুযোগ এলেই নির্বাচনের মাধ্যমে প্রাচীন দলটিকে 'ধুয়েমুছে সাফ' করে দিচ্ছেন। এবার হিমাচল প্রদেশকেও লুঠেরা, দানবদের কবল থেকে রক্ষা করার সময় হয়েছে।
হিমাচলে ভোটগ্রহণ আগামী ৯ নভেম্বর।