ভদোদরা: রাজ্যে কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্য নেতা নেই। তাই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের সহ সভাপতি রাহুল গাঁধীর মুখ চেয়েই থাকতে হচ্ছে বিরোধী দলকে। এমনই মন্তব্য করেছেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি।


রাজ্য রাহুল গাঁধীর সদ্যসমাপ্ত সফর সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, রাহুলের সফরই তো প্রমাণ করে দিল যে রাজ্যে কংগ্রেসের কোনও বিশ্বাসযোগ্য নেতৃত্ব নেই। তাদের কোনও শক্তিশালী নেতা নেই। থাকলে রাহুলকে আসতে হত না।

বিরোধী দলকে কার্যত নস্যাত্ করে রূপানি বলেছেন, কংগ্রেসের হাতে কোনও ইস্যুই নেই। মানুষের কাছে যাওয়ার মতো কোনও নেতাও নেই।

রাহুলকে নিশানা করে রূপানি বলেছেন, কংগ্রেসকে জবাব দিতে হবে কেন ইউপিএ সরকারের আমলে সর্দার সরোবর বাঁধে গেট তৈরির অনুমতি দেওয়া হয়নি। রূপানির অভিযোগ, এরফলে নর্মদার লক্ষ লক্ষ কিউসেক জল কোনও কাজে ব্যবহৃত না হয়েই সমুদ্রে চলে গিয়েছে।

মনমোহন সিংহ জমানায় দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী রাহুলকে কটাক্ষ করেছেন রূপানি। দেশে কর্মসংস্থানহীনতার জন্য তিনি কংগ্রেসকেই দায়ী করেছেন।