নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি পদের নির্বাচন নিয়ে কটাক্ষ, বিদ্রূপ করায় বিজেপিকে পাল্টা। শাসক দলের 'অভ্যন্তরীণ গণতন্ত্র'-র প্রসঙ্গ তুললেন কংগ্রেসের যোগাযোগ শাখার ভারপ্রাপ্ত রণদীপ সুরজেওয়ালা। সুরজেওয়ালার ট্যুইট, মাননীয় প্রধানমন্ত্রী, শাহজাদ, শাহ-জাদা, শৌর্যের প্রতি আপনারা ভালবাসার কথা সুবিদিত, তবে দেশবাসী জানতে চায়, অরুণ শৌরী, যশবন্ত সিনহা, শত্রুঘ্ন সিনহার তোলা প্রশ্নের জবাব কবে দেবেন আপনি। ক্রোধ, শত্রুতায় অন্ধ হয়ে কতটা নীচে নামবেন আপনি, যা কল্পনাও করা যায় না? মহারাষ্ট্রের কংগ্রেস নেতা শেহজাদ পুনাওয়ালা সম্প্রতি অভিযোগ করেন, দলের সাংগঠনিক নির্বাচনে রিগিং করা হয়, এই প্রক্রিয়ায় থাকা দলীয় প্রতিনিধিরা কেউ ভোটে নির্বাচিত নন। সেই অভিযোগ কাজে লাগিয়ে মোদী গুজরাতের জনসভায় কংগ্রেস সভাপতি পদে নির্বাচনকে কটাক্ষ করে বলেন, ওদের সাংগঠনিক নির্বাচনে রিগিংয়ের ইতিহাস আছে। এই নির্বাচনের ফল কী হবে, তা আগে থেকেই সবার জানা। কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, নিজেদের ঘরেই গণতন্ত্রের চর্চা না করলে দেশে কী করে করবেন? সুরজেওয়ালার জবাব, মোদীজী গুজরাত ও পুরো দেশকে বলুন, আপনার ও অমিত শাহের অভ্যন্তরীণ গণতন্ত্রের বলি হলেন যাঁরা, সেই লালকৃষ্ণ আডবাণী, কেশুভাই পটেল, হিরেন পান্ড্য, কাঁসিরাম রানা, আনন্দীবেন পটেল, মুরলিমনোহর জোশী, সঞ্জয় জোশীদের কী হল। এঁদের তো ইতিহাসের পাতায় ঠাঁই হয়েছে।