নয়াদিল্লি: গাঁধী পরিবারের সদস্যদের নামে বিভিন্ন রাস্তা, বিমানবন্দর, রেল স্টেশনের নামকরণের বিরুদ্ধে টুইটারে মুখ খুলেছেন বলিউড অভিনেতা ঋষি কাপূর। এবার ঋষি কাপূরের নামে শৌচালয়ের নামকরণ করে এর প্রতিবাদ জানালেন উত্তরপ্রদেশের কংগ্রেস কর্মীরা।
সোমবার এলাহাবাদের শিবাদী পার্কে একটি সুলভ শৌচালয়ের নামকরণ করা হয় প্রবীণ বলিউড অভিনেতার নামে। প্রতিবাদকারী কংগ্রেস কর্মীদের দাবি, স্বাধীনতার পর দেশের অগ্রগতির ক্ষেত্রে গাঁধী পরিবারের অবদান রয়েছে। তাই তাঁদের নামে নামকরণ যুক্তিযুক্ত।
উল্লেখ্য, গত ১৭ মে টুইটারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের নামকরণ গাঁধী পরিবারের সদস্যদের নামে করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঋষি কাপূর। তিনি  বলেছিলেন, এ সব জায়গার নামকরণ বলিউড অভিনেতা ও ক্রীড়া তারকাদের নামে করা দরকার।