নয়াদিল্লি: হায়দরাবাদে পশু চিকিৎসকের ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, ‘শুধু ভারতেই নয়, সারা বিশ্বে এই গণধর্ষণ ও খুনের নিন্দা করা হচ্ছে। কিন্তু এটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম, আমাদের প্রধানমন্ত্রী এই জঘন্য ঘটনার নিন্দা করার সময় পেলেন না। এটা অত্যন্ত দুঃখজনক। প্রধানমন্ত্রী সব বিষয়েই কথা বলেন, মাসে একবার মন কি বাত করেন, কিন্তু তিনিই আমাদের বাড়ির শিশু, বোনের উপর অত্যাচারের প্রতিবাদে কিছুই বললেন না।’
হায়দরাবাদের ঘটনার বিচার যাতে ফাস্ট ট্র্যাক আদালতে হয়, সেই ব্যবস্থা করছে তেলঙ্গানা সরকার। ধৃত চার অভিযুক্তকে কড়া নিরাপত্তায় চেরলাপল্লি সেন্ট্রাল জেলে রাখা হয়েছে। দেশজুড়ে এই ঘটনার প্রতিবাদ চলছে। দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক সাজার দাবি উঠছে। এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপানউতোরও চলছে।
প্রধানমন্ত্রী সব বিষয়ে কথা বলেন, ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে ‘নীরব’ কেন? কটাক্ষ অধীরের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Dec 2019 09:20 PM (IST)
হায়দরাবাদের ঘটনার বিচার যাতে ফাস্ট ট্র্যাক আদালতে হয়, সেই ব্যবস্থা করছে তেলঙ্গানা সরকার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -