নয়াদিল্লি: পকোড়া বিক্রিকে কর্মসংস্থান বলা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষের জবাবে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে পাল্টা আক্রমণ করল বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছেন, ‘গরিব মানুষজন কঠোর পরিশ্রম করে অর্থ রোজগার করেন। প্রধানমন্ত্রী মোদী তাঁদের প্রতি শ্রদ্ধাশীল। কংগ্রেস ও পি চিদম্বরম তাঁদের নিয়ে ঠাট্টা করছেন। কংগ্রেস গরিব মানুষকে শুধু ভোটার হিসেবেই দেখে এসেছে। বিজেপি তাঁদের কর্মসংস্থানের দিকে মন দিচ্ছে।’


গত ১৯ জানুয়ারি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘কেউ প্রতিদিন পকোড়া বেচে রোজ ২০০ টাকা আয় করলে তা কি কর্মসংস্থান বলা যাবে না?’ তাঁর এই মন্তব্যকে কটাক্ষ করে চিদম্বরম ট্যুইট করে বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, পকোড়া বেচাও একটা কাজ। তাহলে সেই যুক্তিতে ভিক্ষে করাও একটা কাজ বা কর্মসংস্থান। আসুন গণনা শুরু করি, কতজন এমন গরিব বা প্রতিবন্ধী রোজগেরে লোক দেশে আছে যারা বেঁচে থাকার জন্য বাধ্য হয়ে ভিক্ষে করছে!’ তাঁর এই মন্তব্যেরই পাল্টা জবাব দিল বিজেপি।