প্রথমে ভিডিওটি ফেসবুকে দেওয়া যাচ্ছে না দেখে কংগ্রেস কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তিমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের দিকে আঙুল তুলে ট্যুইট করে, হে ফেসবুক, এই ভিডিওটা আমরা আমাদের ফেসবুক পেজে আপলোড করতে পারছি না। বলতে পারো, কেন, না কি আরএসপ্রসাদের কাছে জানতে চাইব? অবশেষে সেটি আপলোড হয়। ভিডিওতে দেখা যায়, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের বিরুদ্ধে একদল লোক স্লোগান দিচ্ছে, বলছে, মোদী, আমরা আপনাকে হেয় করছি না। কিন্তু বসুন্ধরা, তোমায় ছাড়ব না। তোমার জন্যই মোদীর ক্ষতি হবে।
কংগ্রেস ভিডিওর সঙ্গে ট্যুইট করে, প্রধানমন্ত্রী মোদী যেমন ফেসবুকের ওপর নিয়ন্ত্রণ হারাচ্ছেন, তেমনই ক্যাডারদের ওপর রাশও ওনার রাশ আলগা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদীর জয়পুরের সভায় অন্তর্দ্বন্দ্ব বাইরে বেরিয়ে এল!
কিন্তু কিছুক্ষণ বাদেই জানা যায়, ভিডিওটি গত ৮ মার্চের, রাজস্থানেরই ঝুনুঝুনুর এক অনুষ্ঠানের, যেখানে ন্যাশনাল নিউট্রিশন মিশন ও পরিবর্ধিত বেটি বাঁচাও, বেটি পড়াও কর্মসূচির সূচনায় বসুন্ধরার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রী মোদী।
এমন মারাত্মক ভুল প্রকাশ্যে চলে আসায় ক্ষমা চান কংগ্রেসের আইটি সেলের কর্ত্রী দিব্যা স্পন্দনা, যিনি ফেসবুকের পাশাপাশি নিজের ট্যুইটার হ্যান্ডলেও ভিডিওটি পোস্ট করেন। যদিও অস্বস্তিতে পড়েও তিনি বিজেপিকে আক্রমণ অব্যাহত রাখেন। ভিডিওটি যে পুরানো, তা মেনে নিয়েও বলতে থাকেন, রাজস্থান বিজেপিতে এই ঘরোয়া বিবাদ অনেকদিনেরই।
তবে পাল্টা বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য কংগ্রেসকে আক্রমণ করে ট্যুইট করেন, কংগ্রেস ট্যুইটারে বরাবরের মতো আত্মঘাতী গোল করে বসল। ৫ মাসের পুরানো একটা ভিডিওকে প্রধানমন্ত্রী মোদীর শনিবারের জয়পুরের সমাবেশের বলে দাবি করছে।
তারপরও জবাব তৈরি ছিল দিব্যা স্পন্দনার। ফের তিনি ট্যুইট করেন, ঠিকই আমরা ভুল করি। কিন্তু কনটেন্ট তো আসল। সেটা কি মানবেন অমিত। সাহস দেখান।