নয়াদিল্লি: অক্টোবর মাসের গোড়ার দিকে করোনা থাবা বসিয়েছিল শরীরে। সেই থেকেই হাসপাতালে ভর্তি কংগ্রেস নেতা আহমেদ পটেলে। রবিবার তাঁকে স্থানান্তরিত করা হল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ-এ। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেসের শীর্ষ নেতারা।
অক্টোবরের প্রথম সপ্তাহে কোভিডে আক্রান্ত হন পটেল। চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়। রবিবার আহমেদ পটেলের ছেলে ফয়জল ট্যুইট করে জানান, ‘কয়েক সপ্তাহ আগেই কোভিড পজিটিভ ধরা পড়ে আহমেদ পটেলের। গুরুগ্রামের মেদান্ত হাসপাতালের আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছে বাবাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি।‘ যদিও তাঁর আশ্বাস, ‘তাঁর অবস্থা স্থিতিশীল। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি’।
পটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কংগ্রেস নেতারা। আনন্দ শর্মা ট্যুইট করেন, ‘বন্ধুর শারীরিক অবস্থা নিয়ে আমি উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করছি।’ শশী তারুর বলেছেন, “আহমেদ পটেল ভারতীয় রাজনীতির এক অসাধারণ ব্যক্তিত্ব। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।” রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌতও পটেলের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবারই মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ করোনা আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
আইসিইউ-তে স্থানান্তরিত করা হল করোনা আক্রান্ত আহমেদ পটেলকে, উদ্বেগে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Nov 2020 09:36 PM (IST)
অক্টোবরের প্রথম সপ্তাহে কোভিডে আক্রান্ত হন পটেল। চিকিৎসার জন্য তাঁকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করানো হয়।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -