নয়াদিল্লি: দলের তাবড় নেতারা নরেন্দ্র মোদীর ৫০০, ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিদিনই মুখ খুলছেন। কিন্তু প্রধানমন্ত্রীর বড় অঙ্কের নোট নিষিদ্ধ করার ঘোষণাকে বাহবা দিচ্ছেন কংগ্রেস ওয়ার্কিং কমিটির প্রাক্তন সদস্য হরিকেশ বাহাদুর। কালো টাকা উদ্ধারে, আর্থিক শৃঙ্খলা ফেরাতে এটি ‘সঠিক, জরুরি পদক্ষেপ’ বলে মনে করেন তিনি। এর ফলে কালো টাকা তৈরির পথে বাধা  সৃষ্টি হবে বলেও জানিয়েছেন হরিকেশ।

তবে তিনি মানছেন, প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে বড় অঙ্কের টাকা বাতিল হওয়া ও বাজারে পর্যাপ্ত নতুন নোট না আসা পর্যন্ত সাধারণ মানুষের সমস্যা হচ্ছে। মানুষকে সামান্য কষ্ট মেনে নেওয়ার জন্য তৈরি থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বলেছেন, দেশের উন্নয়ন, জনগণের সমৃদ্ধির জন্য কিছুদিনের জন্য সামান্য দুর্ভোগ সহ্য করার জন্য সব নাগরিকের প্রস্তুত থাকা উচিত। তবে একইসঙ্গে  সরকারকেও আমআদমির যন্ত্রণা লাঘবের জন্য কার্যকর পদক্ষেপ করতে হবে।

প্রসঙ্গত, দেশজুড়ে নোট বাতিলের ধাক্কায় মানুষের হয়রানি, যন্ত্রণার পরিপ্রেক্ষিতে ১৬ নভেম্বর থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়ার কৌশল স্থির করতে এখানে আলোচনায় বসার কথা কংগ্রেস, তৃণমূল নেতাদের।

মোদী সরকার আগাম যথাযথ প্রস্তুতি না নিয়েই তড়িঘড়ি ৫০০, ১০০০ টাকার নোট বাতিল করে দেশবাসীকে চূড়ান্ত অসুবিধায় ফেলে দিয়েছে বলে অভিযোগে সরব সিপিএম, সিপিআই, সমাজবাদী  পার্টি, বহুজন সমাজ পার্টির মতো দলগুলিও। তখনই ভিন্ন সুর শোনালেন কংগ্রেসের নেতাটি।