নয়াদিল্লি: বিরোধী শিবিরের লোকজন ঠাট্টা-তামাসা করে প্রায়ই 'পাপ্পু' বলে থাকেন রাহুল গাঁধীকে। এবার কংগ্রেসের মিরাট শাখার জেলা সভাপতি বিনয় প্রধানই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠানো মেসেজে প্রশংসাচ্ছলে দলের সহ সভাপতিকে 'পাপ্পু' বলেছেন! এজন্য তাঁকে বরখাস্ত করেছে দল।


বিনয় নাকি মেসেজে লিখেছেন, রাহুল গাঁধীকে এই দেশের একাংশ পাপ্পু নামেও চেনেন। কিন্তু দেশবাসী তো এটাও দেখেন যে, পাপ্পু কখনই বিলাসবহুল জীবনযাপন করেন না। পাপ্পুকে কখনই আদানি, অম্বানিদের পার্টিতে দেখা যায় না, কেননা উনি জানেন, এই লোকগুলি সাধারণ মানুষের সম্পদ শুষেই বড় হয়েছে। চাইলে পাপ্পু সহজেই দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন, কিন্তু হননি।

এই মেসেজ ভাইরাল হতেই কড়া ব্যবস্থা নিয়েছে কংগ্রেস। বিনয় পাল্টা বলেন, দলেরই কিছু লোক আমাকে কালিমালিপ্ত করার চক্রান্ত করছে। এমন কোনও মেসেজই পাঠাইনি আমি। ওই স্ক্রিনশট ফটোশপে তৈরি করা হয়েছে। রাহুল গাঁধীজিকে শ্রদ্ধা করি। কখনই তাঁর সম্পর্কে এমন শব্দ প্রয়োগ করতে পারি না।

কিন্তু দল তাঁর ব্যাখ্যা শোনেনি বলে দাবি করেন বিনয়।

একটি সূত্রের দাবি, কংগ্রেসের জেলা শাখার মুখপাত্র বিনয়ের অপসারণ চেয়ে উপরমহলে চিঠি দেন। উত্তরপ্রদেশ কংগ্রেসের প্রধান রাজ বব্বরের সঙ্গে আলোচনা করেই ব্যবস্থা নেওয়া হয়।

কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটির চেয়ারপার্সন রামকৃষ্ণ দ্বিবেদী লিখেছেন, বিনয় প্রধান কংগ্রেসের সংবিধান ভেঙেছেন। তবে এভাবে কংগ্রেস নেতাদের মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টার পিছনে অন্য দলগুলিরও হাত থাকতে পারে। মধ্যপ্রদেশে কৃষকদের দুর্দশার মতো জ্বলন্ত ইস্যুগুলি থেকে নজর ঘোরানোরও চেষ্টা এটা।