নয়াদিল্লি: সেনাপ্রধান বিপিন রাওয়াতকে রাস্তার গুন্ডা বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ নিজেও প্রাক্তন সাংসদ।

সন্দীপকে প্রশ্ন করা হয়, পাক সেনা প্রধান জাভেদ বাজওয়া এক মাসে তিনবার নিয়ন্ত্রণরেখা পর্যবেক্ষণ করতে এসেছেন, হুমকি দিয়েছেন ভারতকে। এ নিয়ে কংগ্রেসের বক্তব্য কী। জবাবে তিনি বলেন, পাকিস্তান সীমান্তে কোনওরকম বেচাল করলেই তার মুখের মত জবাব দেয় ভারতীয় সেনা। এই প্রথম নয়, ৭০ বছর ধরে এটা চলে আসছে। শুধু এখনই দেশের প্রধানমন্ত্রী এটা নিয়ে হইচই করছেন। খারাপ তখনই লাগে যখন সেনাপ্রধান রাস্তার গুন্ডার মত কথাবার্তা বলেন।

কাশ্মীরে সেনা জিপের সামনে যুবককে বাঁধা বিতর্কে সংশ্লিষ্ট মেজরকে মুক্ত কণ্ঠে সমর্থন করেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। তা নিয়ে বিতর্কও কম হয়নি। কিন্তু একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের নেতার সেনাপ্রধানের প্রতি এ ধরনের মন্তব্যে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে হইচই। প্রশ্ন উঠেছে, এ ধরনের শব্দপ্রয়োগে সেনার মনোবলে ধাক্কা লাগবে কিনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা তাঁর মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন। তাঁকে ধিক্কার জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু।




কংগ্রেস অবশ্য সন্দীপের মন্তব্যের দায় ঝেড়ে ফেলার চেষ্টায়। দল তাঁর মন্তব্য সমর্থন করে না বলে জানিয়েছে তারা।

পরিস্থিতি বুঝে ক্ষমা চেয়েছেন সন্দীপও। তাঁর বক্তব্য, সেনাপ্রধানের একটি মন্তব্যে তাঁর আপত্তি ছিল কিন্তু যে কথা তিনি বলেছেন, তা বলা উচিত হয়নি। এ জন্য তিনি ক্ষমাপ্রার্থী।