জনসভার পর কংগ্রেস নেতাদের উদ্দেশে স্লোগান দিতে থাকেন সুরেন্দ্র। নিয়মমাফিক বলেন, সনিয়া গাঁধী জিন্দাবাদ, কংগ্রেস পার্টি জিন্দাবাদ। তারপর রাহুল গাঁধী জিন্দাবাদ। এরপরেই মুখ ফসকে প্রিয়ঙ্কা চোপড়া জিন্দাবাদ! সভায় ছিলেন দিল্লির কংগ্রেস সভাপতি সুভাষ চোপড়া। ব্যপারস্যাপার দেখে তাঁর মুখ চুন। এখন ঘটনা হল, অন্য স্লোগানগুলোয় লোকে হইহই করে সুরেন্দ্রর গলায় গলা মেলালেও প্রিয়ঙ্কা চোপড়ার ক্ষেত্রে তা হয়নি। যদিও তাতেও গলা মেলানোর শব্দ শোনা গিয়েছে।
এ নিয়ে মিমে ভরে গিয়েছে টুইটার। লোকের প্রশ্ন, দেশি গার্ল কংগ্রেসে যোগ দিলেন, আর জানতেই পারলাম না!
যাই হোক, বিবাহবার্ষিকীর ১ বছর পূর্তিতে প্রিয়ঙ্কা চোপড়াকে চমকপ্রদ উপহার দিল দিল্লির কংগ্রেস নেতৃত্ব।