শিলং: মেঘালয়ে ভোটের মুখে ফের ধাক্কা খেল কংগ্রেস। মঙ্গলবার, বিজেপিতে যোগ দিলেন রাজ্যের শাসক দলের প্রবীণ বিধায়ক আলেকজান্ডার এল হেক। একইসঙ্গে গেরুয়া শিবিরে গেলেন একজন এনসিপি ও ২ নির্দল বিধায়ক।
এদিন হেক ছাড়াও যাঁরা বিজেপিতে যোগ দেন, তাঁরা হলেন—প্রাক্তন ডেপুটি স্পিকার সানবোর শুল্লাই, যিনি গত বছর পর্যন্ত রাজ্যে এনসিপি-র নেতৃত্বে ছিলেন। এছাড়া, বিজেপিতে যোগ দেন ২ নির্দল বিধায়ক জাস্টিন ডাখার ও রবিনাস সিঙ্কন। তাঁদের সঙ্গে যোগ দেন জয়ন্তিয়া হিলস স্বশাসিত জেলা পরিষদের সদস্য হাম্বার্তাস নংটু।
গত শুক্রবারই, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী রোয়েল লিংডো সহ পাঁচ কংগ্রেস বিধায়ক বিধানসভা থেকে ইস্তফা দেন। এদিন নতুন সদস্যদের স্বাগত জানানোর সময় কেন্দ্রীয় পর্যটন প্রতিমন্ত্রী তথা মেঘালের নির্বাচন-ভারপ্রাপ্ত বিজেপি নেতা কে জে অ্যালফন্স জানিয়ে দেন, আসন্ন ভোটে কংগ্রেসকে ক্ষমতাচ্যূত করবে তাঁর দল।
তিনি বলেন, আমরা মেঘালয়ের সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকারকে উৎখাত করব। মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার (ক্ষমতার) দিন ঘনিয়ে আসছে। এটা সবে শুরু। রাজ্যবাসীর উদ্দেশে তিনি বলেন, আপনাদের প্রাপ্য থেকে বঞ্চিত করেছে শাসক কংগ্রেস। আপনাদের মন্ত্রীরা টাকা চুরি করেছে। এটা বন্ধ হওয়া দরকার।
এদিন একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তর-পূর্বে বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা রাম মাধব বলেন, চারজন বিধায়ক দলে যোগ দিল। এর চেয়ে নতুন বছরের ভাল শুরু আর কি-ই বা হতে পারে? তিনি আশাপ্রকাশ করেন, আগামীদিনে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।
প্রসঙ্গত, আগামী ৬ মার্চ, মেয়াদ শেষ হচ্ছে বর্তমান বিধানসভার। পরের বছরই নাগাল্যান্ড ও ত্রিপুরার পাশাপাশি, মেঘালয়তেও নির্বাচন হবে।