অমেঠি: নেহরু-গাঁধী পরিবারের গড় অমেঠিতে পদ্মফুল ফুটল। সেখানে চারটি বিধানসভা আসনই খোয়াল কংগ্রেস। চারটির মধ্যে তিনটিই জিতে নিল বিজেপি।
অমেঠিতে বিজেপির গরিমা সিংহের কাছে হেরেছেন অখিলেশ সিংহ যাদবের ধর্ষণে অভিযুক্ত দাগি মন্ত্রী গায়ত্রী প্রজাপতি। গরিমা পেয়েছেন ৬৩৯১২টি ভোট। গায়ত্রী পেয়েছেন ৫৮৯৪১টি ভোট। তিলইয়ে বিজেপি প্রার্থী মায়াঙ্কেশ্বর শরণ সিংহ নিকটতম বিএসপি প্রার্থী মহম্মদ সউদকে পরাস্ত করেছেন। জগদীশপুর (সংরক্ষিত) কেন্দ্রে জয়ী হয়েছেন বিজেপির সুরেশ পাসি। তিনি হারিয়ে দিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের বিধায়ক রাধেশ্যাম ধোবিকে। গত বিধানসভা ভোটে অমেঠি খালি হাতে ফিরিয়েছিল বিজেপিকে। সমাজবাদী পার্টি জয়ী হয়েছিল অমেঠি, গৌরীগঞ্জে, কংগ্রেসের দখলে গিয়েছিল তিলই ও জগদীশপুর।
এবার কংগ্রেস-সমাজবাদী পার্টির মধ্যে আঁতাত হলেও কয়েকটি কেন্দ্রে দুই দলের স্থানীয় নেতাদের মধ্যে ঐকমত্য হয়নি। সেই আসনগুলিতে পরস্পরের বিরুদ্ধেই লড়েছে দুই দল। গৌরীগঞ্জ এমনই এক কেন্দ্র। সেখানে সপা প্রার্থী রাকেশ প্রতাপ সিংহ আসনটি দখলে রেখেছেন কংগ্রেসের মহম্মদ নঈমকে হারিয়ে।