আমদাবাদ: গুজরাত বিধানসভা নির্বাচনে ২০০২ থেকে তাদের দখলে থাকা গোধরা কেন্দ্রটি হাতছাড়া হল কংগ্রেসের। মাত্র ২৫৮ ভোটে নিকটতম কংগ্রেসি প্রতিদ্বন্দ্বীকে গোধরায় পরাজিত করেছেন বিজেপির সি কে রাউলজি। এই বিদ্রোহী কংগ্রেসিকে এবার টিকিট দেয় নরেন্দ্র মোদীর দল। বিজেপি শেষ এখানে জেতে ২০০২-এ। ঘটনাচক্রে ২০০২-এর ফেব্রুয়ারিতে গোধরা স্টেশনেই ট্রেনে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তি ছড়ায় রাজ্যে। কংগ্রেস এবার ওখানে প্রার্থী করে রাজেন্দ্র পারমার নামে প্রাক্তন এক জনতা দল নেতাকে। পারমার স্থানীয় প্রভাবশালী ওবিসি গোষ্ঠী বক্সি পঞ্চের অন্তর্ভুক্ত। ওই কেন্দ্রের আরেক গুরুত্বপূর্ণ প্রার্থী ছিলেন বিদ্রোহী বিজেপির যশবন্তসিন পারমার। পেশায় ডাক্তার যশবন্তসিনও বক্সি পঞ্চ সম্প্রদায়ের লোক। গোধরা কেন্দ্রে এই গোষ্ঠীর ভোটার প্রচুর। গোধরার মোট জনসংখ্যার এক চতুর্থাংশ মুসলিম। দৌড়ে ছিলেন ৪ মুসলিম প্রার্থীও, যদিও সকলেই জামানত খুইয়েছেন।