আমদাবাদ: লোকশিল্পীদের অনুষ্ঠানে টাকা ওড়ানোর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পরই বিতর্কে কংগ্রেস বিধায়ক অল্পেশ ঠাকুর।


ওই ভিডিও ক্লিপে ঠাকুরকে দেখা যাচ্ছে আরও কয়েকজনের সঙ্গে সঙ্গীতশিল্পীদের উদ্দেশ্যে ১০ টাকার নোট ওড়াচ্ছেন। ঘটনাটি ঘটেছে গুজরাতের পাটান জেলার রাধনপুরে, যেখানকার বিধায়ক হলেন অল্পেশ।


প্রসঙ্গত, গুজরাতে লোকসঙ্গীত অনুষ্ঠানে টাকা ওড়ানোর দৃশ্য প্রায়ই দেখা যায়। যদিও, জননেতা হওয়ার দরুন এহেন টাকা ওড়ানোর ঘটনায় বিতর্কে জড়িয়েছেন অল্পেশ। এই পরিস্থিতিতে সাফাই দিয়েছেন কংগ্রেস বিধায়ক।




তিনি বলেছেন, গত ১৬ জুন ওই অনুষ্ঠানটির আয়োজন করে তাঁরই তৈরি ক্ষত্রিয় ঠাকুর সেনা নামে একটি সংগঠন। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, এলাকায় একটি মহিলা হোস্টেল তৈরি করার জন্য অর্থ সংগ্রহ করা।

অল্পেশের দাবি, তিনি জানতেন তাঁর এই টাকা ওড়ানোর দৃশ্যে বিতর্ক হবে। তা সত্ত্বেও তিনি এই কাজ করেন। কারণ, তাঁর উদ্দেশ্য ভাল ছিল।


তিনি আরও জানান, ওই অনুষ্ঠান থেকে রাধনপুরে মহিলা হোস্টেলের জন্য মোট ১৫ লক্ষ টাকা সংগ্রহ করা সম্ভব হয়েছে। বলেন, আমার ১৫ হাজার টাকা ওড়ানোর বদলে ১৫ লক্ষ টাকা এসেছে।