বোলপুর: সোমবার বোলপুরে ব্রাহ্মণ পুরোহিতদের সম্মেলন করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পুরোহিত ভাতা চালুর দাবিতে রাস্তায় নেমে পড়লেন বীরভূমের হাসানের কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ।এর আগে, শনিবার তিনি তারাপীঠেও মিছিল করেন।
এ দিন অবশ্য একাই পথে নামেন। গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে, সিউড়ি শহরের নানা প্রান্তে ঘোরেন কংগ্রেস বিধায়ক। দাবি, ইমাম ভাতা বাড়াতে হবে। পুরোহিত ভাতাও চালু করতে হবে।
পুরোহিত ভাতা চালুর দাবিতে পথে কংগ্রেসের সংখ্যালঘু বিধায়ক। এটা কি কৌশলী রাজনীতির পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা?
মিল্টন জানিয়েছেন, ১২ তারিখ কলকাতায় গিয়েও এই দাবি জানাব। জনসমর্থন জোগাড় করব।
পুরোহিতদের জন্য কে বেশি দরদী, তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনীতি। মিল্টন বলেছেন, নভেম্বর মাসে বিধানসভায় প্রথম আমি পুরোহিত ভাতা চালুর জন্য আবেদন করি। সেই তথ্য মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে যায়। তাঁরই পরিপ্রেক্ষিতে মমতা তড়িঘড়ি অনুব্রতকে নির্দেশ দেন ব্রাহ্মণ সম্মেলন করার। পুরোহিত ভাতার প্রথম দাবি আমিই তুলেছিলাম।
পাল্টা কটাক্ষের সুর বীরভূমের তৃণমূল জেলা সভাপতি, অনুব্রত মণ্ডলের গলায়। তাঁর দাবি, এ সব কংগ্রেসের বিধায়কের নাটক। কোনও জনসমর্থন নেই। একা একা রাস্তায় ঘুরে নাটক করছেন। পুরোহিতরা জানেন, তাঁদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন।
এবারের পঞ্চায়েত ভোটে কি তা হলে ব্রাহ্মণ পুরোহিতদের নিয়ে টানাটানি? কৌশলে হিন্দুত্ব-রাজনীতি? প্রশ্ন রাজনৈতিক মহলে।