নয়াদিল্লি: ১৫ বছর পরে ভারত সফরে এলেন ইজরায়েলের কোনও প্রধানমন্ত্রী। বেঞ্জামিন নেতানেয়াহুকে স্বাগত জানাতে প্রোটোকল ভেঙে বিমানবন্দরে পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সহাস্যে আলিঙ্গন করলেন নেতানেয়াহুকে।


শুধু দেশের মাটি নয়, বিদেশে গিয়েও একই রকম ভঙ্গিতে মোদী সৌজন্য বিনিময় করেন। কিন্তু প্রধানমন্ত্রীর এই ভঙ্গিমাকেই তীব্র কটাক্ষ করেছে কংগ্রেস। ট্যুইটারে একটি ভিডিও প্রকাশ করে তাদের কটাক্ষ, ‘ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু ভারতে এসেছেন। আমরা হয়তো প্রধানমন্ত্রীর আরও কিছু আলিঙ্গন দেখতে পাব।’



কংগ্রেসের এই ধরনের ভিডিও প্রকাশের তীব্র নিন্দা করেছে বিজেপি। দলীয় মুখপাত্র সম্বিত পাত্র পাল্টা ট্যুইট করে কংগ্রেসের সমালোচনা করেছেন। এই ভিডিওটি কোথায় তৈরি হয়েছে, তা নিয়েও প্রশ্ন তুলেছে বিজেপি।



কংগ্রেস কটাক্ষ করলেও ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ইজরায়েলের প্রধানমন্ত্রী। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আমার ভাল বন্ধু নরেন্দ্র মোদিকে অনেক অনেক ধন্যবাদ। বিমানবন্দরে উনি আমাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানাতে এসেছেন। আমরা একসঙ্গে দু’দেশের সম্পর্ককে অন্য উচ্চতায় নিয়ে যাব।’

গত বছর ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইজরায়েল সফরে গিয়েছিলেন মোদী। এবার ভারত সফরে এলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী। এর আগে ২০০৩ সালে ইজরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন ভারতে এসেছিলেন।