নয়াদিল্লি: গতকাল রাজ্যসভায় কংগ্রেসের রাজ্যসভা সাংসদ রেণুকা চৌধুরী সম্পর্কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য ঘিরে বিতর্ক ক্রমশই তীব্র হচ্ছে। গতকাল প্রধানমন্ত্রীর রেণুকাকে রামায়ণের চরিত্র খোঁচা সংক্রান্ত বিতর্ক আরও উস্কে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর একটি ফেসবুক পোস্ট। গতকাল রাজ্যসভায় মোদীর মন্তব্য ঘিরে বিতর্কের কয়েকঘন্টা পরেই রিজিজু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে রামায়ণের খল চরিত্র শূর্পনখার হাসির একটি ভিডিও পোস্ট করেন। এভাবে নাম না করেই তিনি রামায়ণ সিরিয়ালের শূর্পনখার চরিত্রের সঙ্গে রেণুকার তুলনা তিনি করেছেন বলে মনে করা হচ্ছে।

রিজিজুর এই পোস্ট নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন রেণুকা। এরপরই তিনি সংসদে স্বাধিকারভঙ্গের প্রস্তাব উত্থাপণের কথা বলেছেন তিনি।
এদিন রেণুকা বলেছেন, প্রধানমন্ত্রী একদিকে মহিলাদের প্রতি সম্মান প্রদর্শনের কথা বলেন। অন্যদিকে, মহিলাদের নিয়ে মন্তব্য করেন। রেণুকা বলেছেন, আমি দুই কন্যার জননী। কারুর মেয়ে এবং কারুর স্ত্রী। এখন আমি সংসদে স্বাধিকারভঙ্গের প্রস্তাব আনব।


তিনি আরও বলেছেন, এ ধরনের মন্তব্য তিনি একেবারেই বরদাস্ত করবেন না।

রেনুকা প্রধানমন্ত্রী মোদীর নকলও করেছেন। মোদীর কথাবার্তার নকল করে তিনি রাজ্যসভায় তাঁর গতকালের হাসির কারণের কথাও জানিয়েছেন রেণুকা। তিনি বলেন, মোদী আধার নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করছেন। অথচ, প্রধানমন্ত্রী হওয়ার আগে মোদীই একাধিকবার জনসভায় আধারের বিরুদ্ধে কথা বলেছেন।