নয়াদিল্লি: ইউপিএ জমানায় কংগ্রেস সাংসদ-বিধায়করা মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকতেন। ক্ষমতায় এসে সেই পন্থা বদলে দিয়েছে বিজেপি। দাবি করলেন অমিত শাহ।
রবিবার একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, ইউপিএ জমানায় দেশের বিভিন্ন গ্রামাঞ্চল আসনে কংগ্রেসের সাংসদ-বিধায়ক থাকতেন। আমি দেখেছি, গ্রামের মানুষের পক্ষে কোনও সাংসদ-বিধায়কের সঙ্গে দেখা করা স্বপ্নেও ভাবা যেত না। এমনকী, তাঁদের সহযোগীদের সঙ্গে দেখা করাও সম্ভব হতো না।
অমিত বলেন, কেউ তাঁদের বাড়িতে যেতে সাহস দেখাতেন না। যদি কোনও গ্রামের মানুষ তাঁদের সঙ্গে হাত মেলানোর সুযোগ পেতেন, তাঁহলে তাঁরা এতটাই নিজেদের সৌভাগ্য বলে তা মনে করতেন যে পরের তিনদিন কারও সঙ্গে হাত মেলাতেন না। এমনটাই পরিস্থিতি ছিল।
বিজেপি সভাপতির দাবি, ক্ষমতায় আসার পর জনপ্রতিনিধিদের সম্বন্ধে এই দৃষ্টিভঙ্গি পাল্টেছে। জনপ্রতিনিধি-সংক্রান্ত ‘সাধারণ বৈশিষ্ঠ্য’ আমুল পাল্টে দিয়েছে বিজেপি। তাঁর দাবি, এখন মানুষ জনপ্রতিনিধিদের সঙ্গে দেখা করেন না। উল্টে জনপ্রতিনিধিরা ‘জনতা দরবার’ করেন। হাসপাতাল ও সরকারি দফতর পরিদর্শনে যান।
অমিত শাহর মতে, মানুষের সঙ্গে মেলামেশা করাটা জনপ্রতিনিধিদের কাছে বাঞ্ছনীয়। বলেন, মানুষ কী ভাবছে, তা যদি তিনি বুঝতে না পারেন, তাহলে ঠিকভাবে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন না। যদিও, তিনি যোগ করেন, প্রত্যেক মানুষের সঙ্গে দেখা করাটাও সম্ভব নয়। সেক্ষেত্রে, প্রযুক্তির সাহায্য নেওয়া যেতে পারে।