প্রসঙ্গত, গতকাল রাতেই রাহুলের টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়। সেখানে তাঁর টুইটার পেজেও একাধিক অশ্লীল বার্তা টুইট করা হয়। গতকাল সন্ধেবেলা অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার পর, রাত সাড়ে আটটার মধ্যে বেশ কয়েকটি অবমাননাকর টুইট রাহুল গাঁধী হয়ে করা হয়। সেখানে বলা হয়, 'আমার পরিবারের বেশিরভাগ মানুষই দুর্নীতিগ্রস্থ'। সেটা নজরে পড়ার সঙ্গে সঙ্গে মুছে দেওয়া হলেও, সঙ্গে সঙ্গে আবার অপর একটি টুইট করে হ্যাকাররা।
শুধু টুইট নয়, হ্যাকাররা কংগ্রেস সহ সভাপতির প্রোফাইল ছবিও সরিয়ে দেয় অ্যাকাউন্ট থেকে। এছাড়া অ্যাকাউন্টের নাম @officeOfRG থেকে বদলে অন্য নাম দেওয়া হয়।
আপাতত হ্যাকারদের কবল থেকে মুক্ত রাহুল গাঁধীর অ্যাকাউন্ট, কিন্তু কংগ্রেসের অফিসিয়াল টুইটার পেজ নিয়ে এখন অস্তস্তিতে জাতীয় দলের নেতা-মন্ত্রীরা। তবে সেটাও হ্যাকারদের কবল থেকে মুক্ত করার চেষ্টা করছে সাইবার বিশেষজ্ঞরা।