আমদাবাদ: অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে বিতর্কে কংগ্রেসকে তোপ দাগলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর দাবি, ‘কংগ্রেস যেটা করছে, সেটা হিন্দুদের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলার সামিল। কংগ্রেসকে স্পষ্ট করতে হবে, ওরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণ দেখতে চায় না চায় না।’

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। বিষয়টি এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিব্বল সুপ্রিম কোর্টে রাম জন্মভূমি-বাবরি মসজিদ মামলার শুনানিতে সওয়াল করতে গিয়ে আবেদন করেছেন, ২০১৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত স্থগিত করে দেওয়া হোক এই মামলা। তবে সুপ্রিম কোর্ট সেই আবেদনে সাড়া না দিয়ে আগামী বছরের ৮ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি স্থগিত রাখার কথা জানিয়েছে।

সিব্বল রাম মন্দিরের বিপক্ষে সওয়াল করলেও, গুজরাতে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে নিজেকে শিবভক্ত বলে দাবি করেছেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী। এই দু’টি পরস্পর-বিরোধী অবস্থান নিয়ে কংগ্রেসকে আক্রমণ করে আদিত্যনাথ বলেছেন, ‘কেন্দ্রের কংগ্রেস সরকার ভগবান রামের প্রচেষ্টায় তৈরি হওয়া রাম সেতু ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল। সুপ্রিম কোর্টে যখন বিষয়টি উত্থাপিত হয়, তখন কংগ্রেস সরকার হলফনামা দিয়ে রাম ও কৃষ্ণর অস্তিত্ব নিয়েই প্রশ্ন তোলে।’

রাহুলকে কটাক্ষ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আরও বলেছেন, ‘রাহুল গাঁধীকে প্রশ্ন করা উচিত, তাঁর যখন রাম, শিব, কৃষ্ণের উপর বিশ্বাস নেই এবং তিনিই যখন বলেছিলেন, লোকজন মহিলাদের বিরক্ত করার জন্যই মন্দিরে যায়, তখন তিনি কেন মন্দিরে যাচ্ছেন? মন্দিরে যাওয়ায় কোনও ভুল নেই। কিন্তু সেটা বিশ্বাসের ভিত্তিতে হওয়া উচিত, দ্বিচারিতা করে নয়।’