নয়াদিল্লি: ইলেকট্রনিক ভোটযন্ত্রের (ইভিএম) বদলে আগামীদিনের সব নির্বাচন আগের মতো কাগজের ব্যালটে করতে হবে। নির্বাচন কমিশনের কাছে দাবি কংগ্রেসের। শনিবার এখানে দলের ৮৪-তম প্লেনারি অধিবেশনে রাহুল গাঁধীর দল বলেছে, এমনভাবে ইভিএমের অপব্যবহার করা হচ্ছে, তাতে কলকাঠি নাড়ানো হচ্ছে যাতে সম্ভাব্য জনমতের উল্টো ফল বেরয়, এহেন ধারণা, আশঙ্কা দূর করতেই ব্যালটে ভোট ফের চালু করা দরকার।
কংগ্রেস সহ আরও নানা রাজনৈতিক দল বেশ কিছুদিন ধরেই ভোটের সময় ইভিএমে কারসাজি করে ফলাফল প্রভাবিত করার অভিযোগ তুলে ব্যালটপত্রে ভোটদানের প্রথা ফেরানোর দাবি করছে। যদিও কমিশন সবসময় দাবি করছে, ইভিএমে কারসাজি করা সম্ভব নয়।
কংগ্রেস মুখপাত্র টম ভাড্ডাকানের দাবি, দেশবাসীর মধ্যে এই ধারনা প্রবল যে, ইভিএমে বিকৃতি ঘটিয়ে ফলাফল এদিকওদিক করা যায়। বিভিন্ন আন্তর্জাতিক প্রেসের রিপোর্টও এই আশঙ্কা সমর্থন করছে। সুতরাং কংগ্রেসের ব্যালটপত্রে ভোটদানের প্রথা ফেরানোর দাবি মানা উচিত কমিশনের।
প্লেনারিতে রীতিমতো প্রস্তাব গ্রহণ করে কংগ্রেস বলেছে, নির্বাচন ব্যবস্থার প্রতি জনসাধারণের আস্থা ফেরানোর জন্য দুনিয়ার প্রধান, বড় গণতান্ত্রিক দেশগুলি ফের ব্যালটে ভোটগ্রহণ চালু করেছে। এবার ভারতেও তা হোক।
প্রস্তাবে বিজেপির দেশজুড়ে একইসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোট করানোর উদ্যোগকে 'ভ্রান্ত পদক্ষেপ', 'সংবিধানের সঙ্গে বেমানান', 'অবাস্তবও' বলেছে কংগ্রেস।
সময় ও অর্থ, দুইয়েরই সাশ্রয় হবে বলে সওয়াল করে সংসদ ও বিধানসভা ভোট সর্বত্র একইসঙ্গে করানোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি ২০১৯ এর সাধারণ নির্বাচনে বিজেপি-আরএসএসকে হারাতে সব সমমনোভাবাপন্ন দলগুলির মধ্যে সহযোগিতা গড়ে তুলে একটি অভিন্ন কর্মসূচি নেওয়ার ব্যাপারে বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নিয়ে এগনোর প্রস্তাবও গৃহীত হয়েছে কংগ্রেসের প্লেনারি অধিবেশনে।