মুম্বই: অনলাইনে ট্রোল আর্মির শিকার হয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদীকে কদর্য হুমকি দেওয়া হল। মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে একটি ট্রোল অ্যাকাউন্ট থেকে প্রিয়ঙ্কার ১০ বছরের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। প্রিয়ঙ্কা পুলিশের কাছে এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।
প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন, আমি গোরেগাঁও থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আমাকে আশ্বাস দিয়েছে।
ওই হুমকি-ট্যুইটটি পরে ডিলিট করে দেওয়া হয়। ওই ট্যুইটার ইউজার প্রিয়ঙ্কার মেয়েকে ধর্ষণের হুমকি দেয়।
প্রিয়ঙ্কা জানিয়েছেন, 'ওই ইউজারের প্রোফাইল পিকচারে রয়েছে রামের ছবি। এরপরও ওই ব্যক্তি এই ধরনের কদর্য মন্তব্য করতে ইতঃস্তত করেনি'।




তিনি বলেছেন, 'মুম্বই পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে আশা করছি। পুলিশ আমাকে ফোন করেছিল এবং এ ব্যাপারে ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেছে'।
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় যাঁরা তাঁকে সমর্থন করেছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র। তিনি বলেছেন, সমাজে যেমন খারাপ রয়েছে, তেমনি ভালোও রয়েছে।
একইসঙ্গে প্রিয়ঙ্কা চতুর্বেদী বলেছেন, 'আমি একজন জাঁদরেল মহিলা। একইসঙ্গে বলতে চাই যে, আমি জাঁদরেলতর মা। আমার সন্তানকে কেউ হুমকি দিয়ে পালিয়ে যাবে, আমি তা হতে দেব না।
শাকিল আহমেদ ও সঞ্জয় নিরুপমের মতো কংগ্রেস নেতারা এর তীব্র নিন্দা করেছেন।



উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় বিদেশমন্ত্রীও ট্রোল-ব্রিগেডের নিশানায় পড়েছেন। তাঁকে উদ্দেশ্য করে বিভিন্ন বিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে।
ভিন ধর্মে বিবাহিত এক দম্পতির পাসপোর্ট বিতর্কের পর ওই ট্রোল-বাহিনী সুষমাকে নিশানা করে ঝাঁপিয়ে পড়ে। সুষমা ওই ট্যুইটগুলির কয়েকটি রিট্যুইট করে পুরো ঘটনার কথা জানিয়েছেন।
এ ধরনের ট্রোলিং সঠিক কিনা, তা জানতে সুষমা সোশ্যাল মিডিয়াতেই একটি পোল করেন। সেই পোলে ৪৩ শতাংশ এ ধরনের ট্রোলিং সঠিক বলে মত দিয়েছেন। না বলেছেন ৫৭ শতাংশ।
বিদেশমন্ত্রীকে এভাবে নিশানা করা হলেও আশ্চর্যজনকভাবে সরকার বা বিজেপির পক্ষ থেকে তাঁর সমর্থনে কেউ মুখ খোলেননি।শেষপর্যন্ত এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সুষমাকে ট্রোলিংয়ের নিন্দা করেছেন। প্রথম কোনও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে রাজনাথ সুষমার পাশে দাঁড়ালেন।
প্রিয়ঙ্কা চতুর্বেদীর মেয়েকে হুমকির নিন্দা করেছেন এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে। তিনি এ ধরনের হুমকি যারা দেয় সেই সব ট্রোলার বা অ্যাকাউন্ট হোল্ডারদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।