বুলেট ট্রেন প্রকল্পে আর্থিক বাস্তবতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Sep 2017 03:39 PM (IST)
নয়াদিল্লি: আজ আহমেদাবাদে ভারতের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এই প্রকল্পের আর্থিক বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলল কংগ্রেস। কংগ্রেসের লোকসভার নেতা মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, তাঁদের দল কোনও ধরনের উন্নয়নমূলক প্রকল্পের বিরুদ্ধে নয়। তাঁর প্রশ্ন, এই প্রকল্পের লক্ষ্য কী? একইসঙ্গে তিনি বলেছেন, মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন আর্থিকভাবে বাস্তবসম্মত নয়। খাড়্গে বলেছেন, মুম্বই থেকে আহমেদাবাদের বিমান ভাড়া যেখানে ২০০০ টাকা, সেখানে বুলেট ট্রেনে গেলে টিকিটের দাম হবে ২,৮০০ থেকে ৫০০০ টাকা। বুলেট ট্রেনে যদি অন্তত ১ লক্ষ যাত্রী হয়, তাহলেই এই প্রকল্প আর্থিক দিক থেকে বাস্তবসম্মত হতে পারে। কংগ্রেস নেতা আরও বলেছেন, ১.১০ লক্ষ কোটি টাকার এই প্রকল্পে জমি অধিগ্রহণের জন্যই ৬০ হাজার কোটি টাকা ব্যয় হবে। পরবর্তীকালে প্রকল্পের ব্যয় আরও বাড়তে পারে।