ইম্ফল: মণিপুরে বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে কংগ্রসকে তীব্র আক্রমণ করার পাশাপাশি একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা কংগ্রেস এই রাজ্যকে ধ্বংস করে দিয়েছে। ‘প্রাচ্যের সুইটজারল্যান্ড’ নামে পরিচিত মণিপুরের কোনও উন্নয়ন হয়নি। যুবকদের কর্মসংস্থানের বন্দোবস্ত করা হয়নি। কংগ্রেস ১৫ বছরে যে কাজ করেনি, ক্ষমতায় এলে মাত্র ১৫ মাসে সেই কাজ করবে বিজেপি। অর্থনৈতিক অবরোধও আর হবে না।
৬০ জন সদস্যবিশিষ্ট মণিপুর বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে ৪ ও ৮ মার্চ। গত কয়েক মাসে বেশ কয়েকজন কংগ্রেস নেতা বিজেপি-তে যোগ দিয়েছেন। ফলে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যে ক্ষমতায় আসার বিষয়ে আশাবাদী বিজেপি। মোদী আজ বলেছেন, মণিপুরে কংগ্রেসের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এতদিন ধরে বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়াইয়ে নামিয়ে ফায়দা তুলেছে কংগ্রেস। এটা এবার বন্ধ করতে হবে। রাজ্যের সব মানুষের সমান সুযোগ-সুবিধা পাওয়া উচিত।
ইউনাইটেড নাগা কাউন্সিলের ডাকে অর্থনৈতিক অবরোধে গত কয়েক মাস ধরেই উত্তপ্ত মণিপুর। আজও সকাল ৬টা থেকে কার্ফুর ডাক দিয়েছিল জঙ্গি সংগঠনগুলি। তবে সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই ইম্ফলে মোদীর সভায় হাজির হয়েছিলেন বহু মানুষ। এর জন্য জনতাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে তিনি যখন এখানে প্রচারে এসেছিলেন, তখন মাঠ ভরেনি। কিন্তু আজ মাঠ ভরে গিয়েছে। এর জন্য মানুষকে ধন্যবাদ।
কংগ্রেস রাজ্যকে ধ্বংস করেছে, বিজেপি ক্ষমতায় এলে অর্থনৈতিক অবরোধ হবে না, মণিপুরে মোদী
Web Desk, ABP Ananda
Updated at:
25 Feb 2017 04:15 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -