জয়পুর: রাজস্থানে পুরসভা নির্বাচনে বিপুল সাফল্য পেল কংগ্রেস। ১৭টি পৌর নিগমের মধ্যে ১১টি গেল কংগ্রেসের দখলে। বিজেপি মাত্র তিনটি পুরসভার দখল নিতে পেরেছে। ২৯টি পৌরসভার মধ্যে ১৫টিতে জয় পেয়েছে কংগ্রেস। বিজেপি ৬টি পৌরসভায় জয় পেয়েছে। বাকি পৌরসভাগুলিতে জয় পেয়েছেন নির্দল প্রার্থীরা।

নির্বাচন কমিশন সূত্রে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, পৌরসভা ও পৌর নিগম মিলিয়ে মোট ২,১০৫টি কাউন্সিলর পদে ৯৬১টিতে জয় পেয়েছেন কংগ্রেস প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা জয় পেয়েছেন ৭৩৭টি আসনে। নির্দল প্রার্থীরা জয় পেয়েছেন ৩৮৬টি আসনে। বহুজন সমাজ পার্টির ১৬ জন এবং সিপিএমের তিন প্রার্থী জয়ী হয়েছেন।

এই ফল সম্পর্কে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত বলেছেন, ‘আমাদের সরকারের পারফরম্যান্স দেখে মানুষ এই জনাদেশ দিয়েছেন। এটা আমাদের কাছে আনন্দের বিষয়। আমার ঠিক দিকেই এগিয়ে চলেছি।’

রাজস্থানের মন্ত্রী প্রতাপ সিংহ খচরিয়াওয়াস বলেছেন, ‘এই ফল বিজেপি-র জন্য শিক্ষা। ৩৭০ ধারা, রাম মন্দিরের মতো ইস্যুর পরিপ্রেক্ষিতে মানুষ বিজেপি-কে প্রত্যাখ্যান করেছে।’