ইস্তফা দিয়ে ছত্তিশগড়ে বিজেপির ভরাডুবির দায় নিলেন রমন সিংহ
Web Desk, ABP Ananda | 11 Dec 2018 06:23 PM (IST)
রায়পুর: ছত্তিশগড়ে কংগ্রেস সরকার গড়তে চলেছে। বিজেপির হতাশাজনক ফলের পর ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী রমন সিংহ। কংগ্রেস এগিয়ে রয়েছে ৬৪টি আসনে, বিজেপি অনেক পিছনে ১৮টি আসনে এগিয়ে থেকে। রমন সাংবাদিকদের বলেন, আমি ছত্তিশগড়ের রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পেশ করেছি। রাজ্যে দলের ভরাডুবির দায় নিজের ঘাড়ে নিয়ে তিনি বলেন, আমরা আলোচনায় বসে আত্মসমীক্ষা করব। একটানা ১৫ বছর ছত্তিশগড়ে সরকার চালানোর পর এবারের ভরাডুবির দায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঘাড়ে ঠেলে দিতে নারাজ তিনি। রমন বলেন, ভোট হয়েছে একেবারেই রাজ্যের ইস্যুতে, তার সঙ্গে দিল্লির কোনও সম্পর্কই ছিল না। আমরা দলীয় কর্মীদের সঙ্গে কথা বলে হারের কারণ বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি তিনি এও বলেন, ২০১৯ এর লোকসভা ভোটে রাজ্যে এই ফলের প্রতিফলন দেখা যাবে না। কেননা লোকসভা ভোট হবে ভিন্ন ইস্যুতে। ছত্তিশগড়ের জন্য নতুন ভূমিকায় নামার সময় হয়েছে। আমরা পূর্ণ উদ্যমে সে কাজ করব।