লখনউ: কৃষকদের সমস্যা এবং বেকারত্ব নিয়ে কেন্দ্র ও যোগী আদিত্যনাথ সরকারকে চাপে ফেলার লক্ষ্যে আগামীকাল থেকে উত্তরপ্রদেশে অধিকার আদায়ের যাত্রা শুরু করছে কংগ্রেস। আলিগড় থেকে এই যাত্রা শুরু হবে। রাজ্য কংগ্রেসের সভাপতি রাজ বব্বর এই যাত্রার নেতৃত্বে থাকবেন। বিদেশে ছুটি কাটিয়ে ফেরার পর যোগ দেবেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধী।
কংগ্রেস সাধারণ সম্পাদক তথা মুখপাত্র দ্বিজেন্দ্র ত্রিপাঠি বলেছেন, কেন্দ্রীয় সরকার বিপুল ভোটে জয়লাভ করার পর মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কৃষকদের ঋণ মকুব করা হচ্ছে না, কর্মসংস্থানও নেই। কৃষকরা আত্মহত্যা করছেন। চাকরির জন্য তরুণদের অন্যত্র যেতে হচ্ছে। প্রচারে তাঁরা এই বিষয়টাই তুলে ধরবেন। কৃষক ও তরুণ প্রজন্মের সমস্যার কথা তুলে ধরার জন্যই এই যাত্রার আয়োজন করা হয়েছে। উত্তরপ্রদেশের ৭৫টি জেলাতেই হবে এই যাত্রা।
ত্রিপাঠির দাবি, মোদী সরকার বছরে দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত তিন বছরে মাত্র ১.৩৫ লক্ষ তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। এভাবে চলতে থাকলে বেকারত্ব দূর করতে ৫০০ বছর লাগবে। অনেক প্রজন্ম কর্মহীন থেকে যাবে। মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, গুজরাত, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে কৃষকরা সমস্যায় আছেন। জাতীয় দল হিসেবে কৃষকদের পাশে থাকা কংগ্রেসের দায়িত্ব। রাহুল সবসময় কৃষকদের সমস্যার কথা তুলে ধরেন। তিনি মান্দসৌরে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁকে যেতে দেওয়া হয়নি।
উত্তরপ্রদেশে কাল শুরু কংগ্রেসের অধিকার আদায়ের যাত্রা, পরে যোগ দেবেন রাহুল
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jun 2017 06:23 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -