পাটন: কংগ্রেস ব্লু হোয়েল চ্যালেঞ্জে বন্দি হয়ে পড়েছে। ১৮ তারিখ হবে চূড়ান্ত খেলা। মারণ গেমের প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই কংগ্রেসকে টার্গেট করলেন। উত্তর গুজরাতের পাটনে শেষ পর্যায়ের ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী বলেন এ কথা।


কংগ্রেসের সভাপতি পদে মনোনীত রাহুল গাঁধী অভিযোগ করেছেন, মোদী কাজ করেন শুধু কয়েকজন শিল্পপতির জন্য। সেই অভিযোগ উড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রাহুল গুজরাত সম্পর্কে মিথ্যে ও অর্ধসত্য প্রচার করে চলেছেন, রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি, তাঁদের বুদ্ধিমত্তাকে অপমান করছেন।

তাঁর কথায়, রাহুল মুখে সোনার চামচ নিয়ে জন্মেছেন, দারিদ্র কী দেখেনইনি। যখনই ইঙ্গিত পাওয়া যায় বিজেপি জিতছে, তখনই কংগ্রেসিরা রাহুলকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই তারা চিৎকার শুরু করে, ইভিএম..ইভিএম..ইভিএম।

প্রধানমন্ত্রী বলেছেন, এক কংগ্রেস নেতা তো এমনও দাবি করেছেন, ব্লুটুথ দিয়ে ইভিএম হ্যাক করা যায়। অথচ ইভিএম সম্পূর্ণ ভিন্ন একটি মেশিন, এতে কোনও ইন্টারনেট নেই, এর সঙ্গে ব্লুটুথ যুক্ত করা যায় না। ওরা ব্লুটুথ, ব্লুটুথ বলে হইচই করছে, আসলে নিজেরা আটকে পড়েছে ব্লু হোয়েল গেমে, যার ফাইনাল এপিসোড হবে ১৮ তারিখ। বলেছেন প্রধানমন্ত্রী।

গুজরাতে ভোট গণনা হবে ১৮ ডিসেম্বর।