নয়াদিল্লি: ফের নরেন্দ্র মোদীকে আক্রমণ কংগ্রেসের। আসারাম বাপুর সঙ্গে মোদীর একটি পুরানো ভিডিও ট্যুইট করল কংগ্রেস। কিশোরী ধর্ষণে বুধবার যোধপুরের আদালতে দোষী সাব্যস্ত গডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি দেখিয়ে বিরোধী দল কটাক্ষ করেছে, ঈশপের গল্প থেকেই আমরা শিখেছি, একটা মানুষকে সে কোন সঙ্গে রয়েছে, তা দেখেই বিচার করতে হয়, চিনতে হয়। #AsaramVerdict হ্যাশট্যাগ ব্যবহার করেছে তারা।

ভিডিওতে মোদীকে আসারামের গুণগান করতে শোনা যাচ্ছে। এদিন আসারাম দোষী ঘোষিত হওয়ার পরই কংগ্রেসের তরফে আপডেট করা ছবির সঙ্গে ক্লিপটি আপলোড করা হয়।




এর আগে আরেক গডম্যান ডেরা সাচ্চা সৌদা প্রধান বাবা গুরমিত রাম রহিম ধর্ষণ মামলায় অপরাধী সাব্যস্ত হওয়ার পরও তার সঙ্গে প্রধানমন্ত্রীর দল বিজেপির নেতাদের ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিল কংগ্রেস।

পাশাপাশি আরেকটি ভিডিও পোস্ট করে কংগ্রেস সেইসব বিজেপি নেতার তালিকা দিয়েছে, যাঁদের বিরুদ্ধে নানা সময়ে মহিলাদের সম্পর্কে কটূক্তি, যৌনগন্ধী মন্তব্য করার অভিযোগ উঠেছে।

কংগ্রেস মোদীর বিরুদ্ধে আসারামের মতো ধর্ষককে অতীতে সম্মান জানানোর অভিযোগ তুললেও বেশ কয়েকজন ট্যুইটারাইট আবার একটি ছবি পোস্ট করে দাবি করেছেন, কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহকেও বিতর্কিত বাবাকে শ্রদ্ধা নিবেদন করতে দেখা গিয়েছে। ছবির লোকটিকে দেখতে দিগ্বিজয়ের মতোই।

আসারামের সঙ্গে দিগ্বিজয়ের যোগাযোগের কথা শোনা গিয়েছিল আগেও। ২০১৩-য় আসারাম ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়ার পর দ্বিগিজয় অনুতাপ জানিয়েছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী থাকাকালে স্বঘোষিত ধর্মগুরুর সঙ্গে সম্পর্ক রাখা, তাকে জমি দেওয়ার জন্য।




তবে আসারামের সঙ্গে রাজনীতিকদের পুরানো ছবি পোস্ট করায় আপত্তি জানিয়েছেন হিন্দি ছবির অভিনেতা, পরিচালক ফারহান আখতার। এভাবে স্বঘোষিত গডম্যানের সঙ্গে প্রধানমন্ত্রী সহ রাজনীতিকদের আঁতাত দেখানোর বিরোধী তিনি। ফারহান ট্যুইট করেছেন, আসারাম শিশু ধর্ষণকারী, দোষী সাব্যস্ত হলেন। ভাল কথা। কিন্তু দয়া করে ওর সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ছবি শেয়ার কথা বন্ধ করুন না। আসারাম অভিযুক্ত বা বিকৃতকাম প্রমাণিত হচ্ছেন না যতক্ষণ, তার পৃষ্ঠপোষকতা, প্রশংসা করায় দোষের কিছু নেই। তা অপরাধ নয়। আমাদের সুবিচার করা উচিত, আসুন ওনাকে সন্দেহের অবকাশের সুযোগ দিই যে, আমাদের মতোই উনিও আসারামের বিকৃত রুচির কথা জানতেন না।