মুম্বই: ১ জুলাই থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্র। দেশের কর ব্যবস্থা আমূল বদলে দেওয়ার লক্ষ্য সামনে রেখে জিএসটি কার্যকর করতে তার প্রচারে অমিতাভ বচ্চনকে নামিয়েছে মোদী সরকার। বলিউডের প্রবীণ অভিনেতাকে জিএসটি-র ব্র্যান্ড অ্যাম্বাসাডার করছে কেন্দ্রীয় অন্তঃ ও বহিঃ শুল্ক বোর্ড। এজন্য ৪০ সেকেন্ডের একটি ভিডিও তৈরি হচ্ছে, যাতে বিগ বি-কে জিএসটির হয়ে প্রচারে দেখা যাবে।


কিন্তু মু্ম্বই কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা সঞ্জয় নিরুপম বিগ বি-কে জিএসটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার আবেদন করেছেন।

তিনি বলেছেন, জিএসটি আদতে কংগ্রেসের উদ্ভাবন করা একটা চমত্কার উদ্যোগ। বিজেপি বিরোধী শিবিরে থাকার সময় তার চূড়ান্ত বিরোধিতা করে এসেছে, কিন্তু ক্ষমতায় আসার পর জিএসটি-র মৌলিক ধারণাকেই গুলিয়ে দিয়েছে। এটা কংগ্রেস মানতে পারছে না।

নিরুপমের দাবি, কংগ্রেস চেয়েছিল, গোটা দেশে জিএসটি-তে একই কর বসানো হোক, কিন্তু বিজেপি চার রকমের কর কাঠামো, তার ওপর আবার তিন প্রকার ভিন্ন উপ কাঠামো চালু করতে চাইছে। জিএসটি খুবই জটিল আকার নিয়েছে। প্রতি মাসে ব্যবসায়ী, পরিষেবা দাতাদের তিনটি বিশাল ফর্ম পূরণ করতে হবে। অন্যান্য দেশে যেভাবে জিএসটি কার্যকর হয়েছে, এখানে তা হচ্ছে না। জিএসটি-র মৌলিক উদ্দেশ্যই বানচাল হয়ে যাচ্ছে। কিছু লোক ভুল প্রচার করছে যে, আমরা যে জিএসটি পাশ করেছিলাম, এখন তারই বিরোধিতা করছি। কিন্তু এ কথা ঠিক নয়। আমরা বরাবরই জিএসটি-র পক্ষে, কিন্তু বর্তমান চেহারায় নয়। আমাদের আপত্তিগুলি তিন বছর ধরে সরকারের গোচরে আনার চেষ্টা করছি। কিন্তু বিজেপি আমাদের সম্পর্কে কুত্সা ছড়াতে শুরু করল।
সেজন্যই অমিতাভ বচ্চনকে ওনার একজন ভক্ত হিসাবে বিজেপির এই নির্বোধ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না হতে অনুরোধ করছি। উনি বিচক্ষণ মানুষ, বিরাট মানী মানুষ, যা ব্যবসায়ীদের ক্ষোভের আঁচে মার খেতে পারে।