আমদাবাদ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হিরাবার বাসভবনের বাইরে বিক্ষোভ কংগ্রেসের। ৯৭ বছরের বৃদ্ধা হিরাবা থাকেন গাঁধীনগরের উপকণ্ঠে রাইসেন এলাকায় মোদীর ছোট ভাই পঙ্কজ মোদীর বাড়িতে। বুধবার সেখানে জড়ো হন কংগ্রেস কর্মীরা। তাঁদের দাবি, গুজরাতে যে নালিয়া গণধর্ষণ  ঘটেছে, যাতে চার বিজেপি  নেতা জড়িত বলে অভিযোগ, সে ব্যাপারে হস্তক্ষেপ করুন হিরাবা। তিনি দোষীদের সাজা দাবি করুন। মোদী নিশ্চয়ই মায়ের কথা শুনবেন! বিক্ষোভকারীদের বেশিরভাগই মহিলা। পুলিশ জানিয়েছে, ধরনা ও অবস্থানে বসায় প্রায় ৩৫ জন কংগ্রেস  কর্মীকে কিছুক্ষণের জন্য আটক  করা হয়। তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


কংগ্রেস কর্মীদের অভিযোগ, পুলিশ কচ্ছ জেলার নালিয়ার গণধর্ষণের অপরাধীদের আড়াল করছে। হিরাবাকে উদ্দেশ্য করে তাঁদের লেখা চিঠিতে বলা হয়েছে, গোটা দেশ নোট বাতিলের সময় দেখেছে, আপনিও ধৈর্য্য ধরে নোট বদলের লাইনে দাঁড়িয়েছেন। এবার আপনি এক নিগৃহীতার পাশে দাঁড়ান, এই অনুরোধ। এতে সরকার, পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হবে। আপনি ছেলের সঙ্গে এ ব্যাপারে কথা বলুন, যাতে আরও নির্যাতিতা সুরাহা পান।

প্রসঙ্গত, ২৪ বছরের এক মহিলার দাবি, বছরখানেক আগে তাঁকে বিভিন্ন সময় ধর্ষণ করেছে অন্তত ৯ জন। এরা কচ্ছে মধুচক্র চালায়। ধর্ষণের ভিডিও  তুলে রেখে নির্যাতিতাদের ব্ল্যাকমেল করে, তাদের বিভিন্ন জনের সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি হতে বাধ্য করে।

ইতিমধ্যে এ ব্যাপারে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে  আছে ৪ বিজেপি কর্মী, যাদের দল সাসপেন্ড  করেছে।