নয়াদিল্লি: কংগ্রেসের সংবাদপত্র ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত একটি খবরের হেডলাইন নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। রাফালে চুক্তি নিয়ে মোদী সরকারকে প্রশ্ন করতে গিয়ে তারা হেডলাইনে লিখেছে, রাফালে হল মোদীর বোফর্স। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, তাহলে কি কংগ্রেস মেনে নিল, বোফর্স চুক্তি নিয়ে দুর্নীতি করেছিল তারা?


কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর এক সময়ের ঘনিষ্ঠ শাহজাদ পুনাওয়ালা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই হেডলাইন। লিখেছেন, নরেন্দ্র মোদীকে আক্রমণ করতে গিয়ে কংগ্রেস চা ওয়ালা ও দরিদ্রদের আক্রমণ করেছে। মোদীকে আক্রমণ করতে গিয়ে ওরা সেনা ও ভারতকে আক্রমণ করেছে। আর আজ মোদীকে আক্রমণ করতে গিয়ে ওরা ওদের দেবতা গাঁধী রাজবংশের ওপরেও আক্রমণ করে ফেলেছে। তিনি আরও লেখেন, মোদীর ওপর হামলা করতে গিয়ে নিজেদের বোধবুদ্ধিও হারিয়ে ফেলেছে তারা।

[embed]https://twitter.com/Shehzad_Ind/status/1024119669672820741?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1024119669672820741&ref_url=https%3A%2F%2Fabpnews.abplive.in%2Findia-news%2Fcongresss-news-paper-national-herald-says-rafale-is-modis-bofors-926983[/embed]

ন্যাশনাল হেরাল্ডে প্রকাশিত এই খবরে অবশ্য বোফর্সকে টানা হয়েছে শুধু হেডলাইনেই, লেখার অন্য কোথাও তার উল্লেখ নেই, সেখানে কোথাও বোফর্সের সঙ্গে রাফালে চুক্তির তুলনা করা হয়নি।

কংগ্রেস রাফালে চুক্তি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে। রাহুল গাঁধী এ ব্যাপারে খোদ প্রধানমন্ত্রীর বেশ কয়েকবার সমালোচনা করেছেন। লোকসভায় আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সময়েও রাফালে চুক্তি প্রসঙ্গ তুলে আনেন তিনি।