নাগপুর: অযোধ্যা বিতর্কে মতৈক্যে পৌঁছনো কঠিন, তবে রাম মন্দিরই তৈরি হবে সেখানে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ফের জানিয়ে দিল এ কথা।


সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠকে আরএসএসের সাধারণ সম্পাদক ভাইয়াজি জোশী বলেছেন, অযোধ্যা ইস্যু আদালতের বিচারাধীন। তবে সেখানে রাম মন্দির ছাড়া আর কিছু তৈরি সম্ভব নয়। শীর্ষ আদালত যে মন্দির নির্মাণের পক্ষেই মত দেবে সে ব্যাপারে সঙ্ঘ নিশ্চিত বলে জানিয়েছেন তিনি।

জোশী বলেছেন, আদালতের নির্দেশ এসে গেলেই মন্দির তৈরি শুরু হয়ে যাবে। আদালত জমির মালিকানা নিয়ে যে রায় দেবে, তার ভিত্তিতে শুরু হবে নির্মাণকাজ।

আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্কর অযোধ্যা নিয়ে হিন্দু-মুসলিম মতৈক্যের চেষ্টা করছেন। সেই প্রসঙ্গ তুললে আরএসএস নেতা বলেন, মতৈক্যে পৌঁছনো সহজে হবে না। আরএসএস সব সময় বলে এসেছে, বোঝাপড়ার ভিত্তিতেই মন্দির তৈরি হওয়া উচিত কিন্তু অভিজ্ঞতা বলছে,এই ইস্যুতে বোঝাপড়া রীতিমত কঠিন। যদিও রবিশঙ্করের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন তিনি।

১৪ তারিখ অযোধ্যা মামলায় সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি।