দখলদার হঠাতে আকাশপথে সরানো হোক দিল্লির বিখ্যাত হনুমান মূর্তি, প্রস্তাব হাইকোর্টের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Nov 2017 01:50 PM (IST)
নয়াদিল্লি: বেআইনি দখলদার হঠাতে মধ্য দিল্লির ১০৮ ফুট উঁচু হনুমান মূর্তি সরানোর প্রস্তাব দিল দিল্লি হাইকোর্ট। ওই মূর্তির আশপাশে যে সব বেআইনি নির্মাণ হয়েছে তা সরিয়ে দিতে মূর্তিটি আকাশপথে অন্যত্র নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছে তারা। কার্যনির্বাহী প্রধান বিচারপতি গীতা মিত্তল ও বিচারপতি সি হরি শঙ্করের বেঞ্চ এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা জনস্বার্থ মামলার শুনানিতে এই পরামর্শ দিয়েছে। করোলবাগ এলাকার যাবতীয় বেআইনি দখলদারি হঠাতে ওই সংস্থা আদালতের দ্বারস্থ হয়। আদালত বলেছে, আমেরিকার যাবতীয় আকাশছোঁয়া বহুতল অন্যত্র তুলে নিয়ে যাওয়া হয়েছে। দেখা যাক, সেভাবে বজরঙ্গবলীর মূর্তিটিও তুলে নিয়ে যাওয়া যায় কিনা। একইসঙ্গে পুরনিগমের উদ্দেশে তাদের মন্তব্য, যদি এক জায়গাতেও আইনের শাসন বহাল হয়, তাহলেই দিল্লিবাসীর মানসিকতা বদলে যাবে। ২৪ তারিখ এই মামলার পরবর্তী শুনানি।