নয়াদিল্লি: পেলেট গান থেকে বেরনো ছররার ঘায়ে জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর ছোঁড়া নাবালকদের জখম হওয়া নিয়ে উদ্বেগ সুপ্রিম কোর্টের। যেহেতু এর সঙ্গে জীবন, মৃত্যুর বিষয়টি জড়িত, তাই কেন্দ্রকে শীর্ষ আদালত ভেবে দেখতে বলল, পেলেট গান ব্যবহার না করে অন্য কোনও ভাবে পাথর ছোঁড়া বাহিনীর মোকাবিলা করা সম্ভব কিনা। প্রধান বিচারপতি জে এস খেহরের নেতৃত্বাধীন বেঞ্চ এ ব্যাপারে কেন্দ্রের বিস্তারিত বক্তব্য, ভাবনাচিন্তা জানতে চেয়েছে। জম্মু ও কাশ্মীরে মারমুখী জনতাকে সামলাতে পেলেট গানের বিকল্প আর কী কী পদক্ষেপ আছে, তা বিস্তারিত জানাতে নির্দেশ দেওয়া হয়েছে অ্যাডভোকেট জেনারেল মুকুল রোহতাগীকে। ১০ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
পাশাপাশি পাথর ছোঁড়া ছেলেদের অভিভাবকদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে, তাও জানাতে বলেছে শীর্ষ আদালত।
গত বছর ১৪ ডিসেম্বর শীর্ষ আদালত বলেছিল, জম্মু ও কাশ্মীরে রাস্তার বিক্ষোভ মোকাবিলায় নির্বিচারে পেলেট গান কাজে লাগালে হবে না, কর্তৃপক্ষকে পরিস্থিতি যথাযথ বিশ্লেষণ করেই এর ব্যবহার করতে হবে।