নয়াদিল্লি: অসম থেকে বাংলাভাষীদের বের করে দেওয়ার ষড়যন্ত্র চলছে বলে লোকসভায় অভিযোগ করল বিরোধীরা।


বৃহস্পতিবার, জিরো আওয়ারে তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় ইস্যুটি উত্থাপন করেন। তিনি দাবি করেন, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স (জাতীয় নাগরিকপঞ্জি)-এর প্রথম খসড়ায় ৩.২৯ কোটি জনসংখ্যার মধ্যে ১.৩ কোটি মানুষ জায়গাই পাননি।


সৌগত বলেন, আমাদের আশঙ্কা, অসম থেকে বাংলাভাষী মানুষদের বের করার একটা ষড়যন্ত্র চলছে। সৌগতর এই মন্তব্যকে সমর্থন করে দলীয় সাংসদরা। পাশাপাশি, কংগ্রেস ও বামেদের তরফ থেকেও সমর্থন জানানো হয়।


শাসক শিবির অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। সৌগতবাবুর মন্তব্যের জবাব দিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ জানান, ষড়যন্ত্রের অভিযোগ একেবারেই ভিত্তিহীন। এনসিআর-এর কাজ সুপ্রিম কোর্টের নজরদারিতে চলছে। তিনি বলেন, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা ট্রাইব্যুনালের শরণাপন্ন হতে পারেন।


গতকালই, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোওয়াল আশ্বাস দেন, খসড়া থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের চিন্তিত হওয়ার কারণ নেই। কারণ, নাগরিকপঞ্জি তৈরি করতে কোনও অবস্থায় জাতপাত বা সম্প্রদায়ের ভিত্তিতে কারও সঙ্গে বৈষম্য করা হবে না। তিনি যোগ করেন, যাঁদের নাম বাদ পড়েছে, তাঁরা নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ পাচ্ছেন।