নয়াদিল্লি: সোমবার নয়ডায় একটি প্রকল্পের উদ্বোধনে এসেছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এদিন ১ হাজার ৪৫২ কোটি টাকার প্রকল্প উদ্বোধনের সঙ্গে ১ হাজার ৩৬৯ কোটি টাকার একটি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। দিল্লি লাগোয়া এই নয়ডাতে যোগী আদিত্যনাথের অনুষ্ঠানে ছেলেকে কোলে নিয়ে দায়িত্ব নির্বাহ করলেন কনস্টেবল প্রীতি রানি।


২০ বছরের প্রীতি সংবাদসংস্থাকে জানিয়েছেন, সন্তানের বাবা পরীক্ষা দিতে গিয়েছে। সেকারণে ছেলের দেখভাল করার জন্য  বাড়িতে কেউ ছিল না। অগত্যা, ছেলেকে নিয়েই কাজে যোগ দিতে হয়েছে তাঁকে। যোগী আদিত্যনাথের নিরাপত্তার দায়িত্বে থাকা ওই কনস্টেবলকে দেখা যায় ছেলেকে কোলে নিয়েই তিনি কর্তব্যে অবিচল। দাদরি থানার কনস্টেবল প্রীতির বক্তব্য, “ছেলের দেখভাল করার পাশাপাশি কর্তব্য পালন করাও সমান প্রয়োজনীয়। সেকারণেই ছেলেক সঙ্গে নিয়েই কাজ করেছি।”