ছত্তরপুর (মধ্যপ্রদেশ): অযোধ্যায় রামমন্দির হবেই। এটা আমাদের শপথ। বললেন মোহন ভাগবত। দেশের বর্তমান পরিস্থিতি মন্দির নির্মাণের লক্ষ্য অর্জনের অনুকূল বলে অভিমত জানান আরএসএস প্রধান।
বুধবার মৌসাহানিয়ায় মহারাজা ছত্রশালের ৫২ ফুট উঁচু এক মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে তিনি বলেন, অযোধ্যায় রামমন্দির নির্মাণ শুধু বাসনা নয়, আমাদের শপথ। যাঁরা রামমন্দির গড়তে চান, তাঁদের ভগবান রামের পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে হবে।
মহারাজা ছত্রশালকে এক বীর যোদ্ধা, যিনি ক্ষুদ্র এক বাহিনীর সাহায্যে শত্রুদের পরাস্ত করেছিলেন বলে উল্লেখ করেন ভাগবত। ছত্রশালের সঙ্গে ছত্রপতি শিবাজীর সম্পর্কের কথাও বলেন।
ছত্রশাল ছিলেন ভারতীয় ইতিহাসের মধ্যযুগের এক যোদ্ধা যিনি মুঘল সম্রাট ঔরঙ্গজেবের বিরুদ্ধে লড়েছিলেন, নিজের সাম্রাজ্য স্থাপন করেছিলেন বুন্দেলখণ্ডে।
রামমন্দির শুধু বাসনা নয়, শপথ, বললেন ভাগবত
Web Desk, ABP Ananda
Updated at:
21 Mar 2018 09:33 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -