আমদাবাদ: রাহুল গাঁধীকে বিষ খেতে বলে বিতর্কে গুজরাতের মন্ত্রী গণপত ভাসাভা। তিনি বলেছেন, কংগ্রেসের লোকজন বড়াই করে, রাহুল শিবের অবতার। ভগবান শিব তো মানুষকে বাঁচাতে বিষপান করেছিলেন, আমি চাইছি, কংগ্রেস কর্মীরা তাদের সভাপতিতে ৫০০ গ্রাম বিষ খাওয়ান। বিষ খেয়েও ভগবান শিবের মতো বেঁচে গেলে মেনে নেব, উনি সত্যিই ভগবান শিবের রূপ। গুজরাতের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ভাসাভা সুরাতের বারদোলিতে এক জনসভায় এহেন মন্তব্য করে কংগ্রেসের তোপের মুখে পড়েছেন। গুজরাত প্রদেশ কংগ্রেস ‘চরম দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়েছে তাঁর মন্তব্যকে। দলের রাজ্য মুখপাত্র মণীশ দোশী বলেছেন, আমাদের নেতা সম্পর্কে এমন মন্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। বিজেপি ও তার নেতাদের আসল চরিত্র ফুটে উঠেছে এতে। লোকসভা ভোটে পরাজয় হচ্ছে বুঝে গিয়ে হতাশা থেকেই এসব বলছে ওরা।
এর আগেও ভারতীয় বায়ুসেনার গত ২৬ ফেব্রুয়ারির বালাকোট অভিযানের প্রমাণ দাবি করায় কংগ্রেসকে আক্রমণ করে ভাসাভা দাবি করেছিলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযানের সময় ওদের ক্যামেরাবাহী কোনও নেতাকে যুদ্ধবিমানের সঙ্গে বেঁধে পাঠানো হোক, তিনি ছবি তুলে আনবেন!