নয়াদিল্লি: এনসিসি ক্যাডেটদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কথা বলতে চান। তাই গোটা দেশের ১৫ লাখের বেশি পড়ুয়ার ফোন নম্বর ও ই মেল আইডি প্রধানমন্ত্রীর অফিসে পাঠানোর কাজ চলছে।

প্রধানমন্ত্রী নিজে আগে এনসিসি করতেন। এখনকার ক্যাডেটদের সঙ্গে যোগাযোগ করতে চান তিনি। প্রধানমন্ত্রীর অফিস থেকে এনসিসির সব শাখায় খবর গিয়েছে, ক্যাডেটদের মধ্যে যাঁরা কলেজ পড়ুয়া, তাঁদের সকলের মোবাইল নম্বর ও ই মেল আইডি তাদের ঠিকানায় পাঠাতে। মূলত দ্বিতীয় ও তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সঙ্গেই যোগাযোগ করতে চাওয়া হয়েছে।

এনসিসি ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বি এস সাহরাওয়াত জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ক্যাডেটদের সঙ্গে কথা বলতে আগ্রহী। সবথেকে সহজে তাঁদের সঙ্গে কীভাবে যোগাযোগ করা যায় তা নির্ধারণ করতে ফোন নম্বর ও ইমেল আইডি সংগ্রহ করা হচ্ছে।

দেশের ৭১৬টি জেলা থেকে সংগ্রহ হচ্ছে এই তথ্য। এনসিসি শাখাগুলিকে বলা হয়েছে, ক্যাডেটদের জানাতে, তাঁরা যেন নিজেদের স্মার্টফোনে নরেন্দ্র মোদী অ্যাপ ডাউনলোড করেন, তাতে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগের সুবিধে হবে।

এছাড়া যে কলেজ পড়ুয়ারা এনসিসিতে নাম লিখিয়েছেন, তাঁদের ফোন নম্বর নিয়ে আলাদা তালিকা তৈরিরও নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ তারিখের মধ্যে এই তালিকা পৌঁছতে হবে প্রধানমন্ত্রীর অফিসে। সরকারি আধিকারিকরা জানিয়েছেন, কলেজ পড়ুয়াদের কাছে স্মার্টফোন থাকার সম্ভাবনা বেশি, তাই তার মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের পরামর্শ বা অসুবিধের কথা যাতে তাঁরা জানাতে পারেন, তাই এই ব্যবস্থা।

ভিডিও কনফারেন্সের তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।