নয়াদিল্লি: নাগরোটা হামলার অব্যবহিত ফলে, ভারত জানিয়ে দিল যে, ‘লাগাতার সন্ত্রাসের’ আবহাওয়ায় পাকিস্তানের সঙ্গে আলোচনা সম্ভব নয়। নয়াদিল্লির সাফ বার্তা, সন্ত্রাসকে কখনই ‘নতুন স্বাভাবিক’ বলে মেনে নেওয়া হবে না।


এদিন বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ জানান, নাগরোটা হামলা সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছে ভারত। তারপরই আগামী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


তিনি বলেন, আমি জোর দিয়ে মনে করি, সরকার এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে এবং জাতীয় নিরাপত্তার জন্য যা প্রয়োজন তাই করা হবে।


আগামী ৩-৪ ডিসেম্বর অমৃতসরে হার্ট অফ এশিয়া সম্মেলনে কী ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে? এই প্রশ্নের উত্তরে স্বরূপ জানান, পাকিস্তানের তরফে এখনও এই সংক্রান্ত কোনও আবেদন আসেনি।


তিনি বলেন, ভারত সবসময় আলোচনায় রাজি। তবে, লাগাতার সন্ত্রাসের আবহে তা সম্ভব নয়। ভারত কখনই এই লাগাতার সন্ত্রাসকে স্বাভাবিক হিসেবে গণ্য করবে না।


প্রসঙ্গত, ভারতের এই মন্তব্য ঠিক সম্মেলনের দুদিন আগে এসেছে। এই সম্মেলনে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বিদেশ সংক্রান্ত উপদেষ্টা সরতাজ আজিজের প্রতিনিধিত্ব করার কথা।