নয়াদিল্লি: মারা গেলেন গডম্যান চন্দ্রস্বামী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার ওপর সম্প্রতি স্ট্রোকে আক্রান্ত হন চন্দ্রস্বামী। মঙ্গলবার দিল্লির একটি বেসরকারি হাসপাতালে মাল্টি অর্গ্যান ফেলিওরে মারা যান তিনি।
যগদাচার্য চন্দ্রস্বামীজি একইধারে একজন জ্যোতিষী, তান্ত্রিক এবং আধ্যাত্মিক গুরু ছিলেন। তাঁর বন্ধু ও শিষ্যের তালিকায় স্থান পেয়েছেন দেশ-বিদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজা, হলিউড তারকাও। প্রয়াত প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল চন্দ্রস্বামীর।
চন্দ্রস্বামীর আসল নাম নেমিচাঁদ জৈন। আধ্যাত্মিক গুরু হিসেবে তাঁর খ্যাতি ছিল জগৎ-জোড়া। ব্রুনেইয়ের সুলতান, বাহরিনের শেখ ইসা বিন সলমন আল খলিফা, হলিউড অভিনেত্রী এলিজাবেথ টেলর, প্রয়াত ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং অস্ত্র ব্যবসায়ী আদনান খাসোগ্গি—সকলেই চন্দ্রস্বামীর আধ্যাত্মিক পরামর্শ পেয়েছিলেন।
জীবনে বহু বিতর্ককে সঙ্গে নিয়ে বেরিয়েছেন এই গডম্যান। সর্বদা তাঁকে দেখা যেত রেশমের বস্ত্র পরতে। মাথায় থাকত বড় তিলক। বিদেশি মুদ্রা পাচার থেকে শুরু করে ব্ল্যাকমেল, প্রতারণা ও অস্ত্রমামলায় জড়িয়ে পড়ে চন্দ্রস্বামীর নাম। এমনকী, রাজীব গাঁধী হত্যামামলায় তদন্তের মুখে পড়তে হয়েছিল এই গডম্যানকে।