কলকাতা: জাতীয় সঙ্গীত চলাকালীন উঠে দাঁড়িয়ে গলা মেলানোর বদলে ফোনে কথা বলে বিতর্কে জড়ালেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা।
পশ্চিমবঙ্গের নব-নির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার কলকাতায় এসেছিলেন ফারুক। একঝাঁক রাজনৈতিক নেতার মতো তিনিও ছিলেন রেড রোডের অনুষ্ঠানে। ফারুক বসেছিলেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের পাশে। পশ্চিমবঙ্গের মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে জাতীয় সঙ্গীতের আগে উঠে দাঁড়ানোর অনুরোধ করেন। লালু উঠে দাঁড়ান। কিন্তু ফারুক ফোনে কথা বলতেই ব্যস্ত ছিলেন।
এই ঘটনা সম্বন্ধে প্রশ্নের জবাবে কংগ্রেস নেত্রী অম্বিকা সোনি বলেছেন, ঠিক কী হয়েছে আমি জানি না। তবে জাতীয় সঙ্গীত বাজার সময় প্রত্যেকেরই উঠে দাঁড়ানো উচিত।
জাতীয় সঙ্গীতের সময় ফোনে কথা, বিতর্কে ফারুক আবদুল্লা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2016 05:27 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -