নয়াদিল্লি: ‘ঘোমটা পরা মহিলারা রাজ্যের গর্ব’। মধ্যপ্রদেশ সরকারের বিজ্ঞাপনে এই মন্তব্য ঘিরে বিতর্ক। বিরোধী কংগ্রেস মনোহর লাল খাট্টারের নেতৃত্বাধীন বিজেপি সরকারের ‘পশ্চাদপদ ও পিতৃতান্ত্রিক মানসিকতা’র বিরুদ্ধে তোপ দেগেছে। রাজ্যের পদকজয়ী কুস্তিগীর গীতা ফোগাতও মেয়েদের ‘ঘোমটার আড়ালে রাখার মানসিকতা’র বিরুদ্ধে সরব হয়েছেন।
দু বছর আগে হরিয়ানায় এসে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ অভিযানের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাজ্য সরকারের ‘কৃষি সংবাদ’ ম্যাগাজিনের সাম্প্রতিক সংখ্যায় যা বলা হয়েছে তা ওই অভিযানের লক্ষ্যের সম্পূর্ণ বিপরীত।
মার্চ সংখ্যার ম্যাগাজিনের সামনের পাতায় রয়েছে মুখ্যমন্ত্রীর হাস্যোজ্জ্বল মুখের ছবি। পিছনের পাতায় রয়েছে ঘোমটায় মুখ ঢাকা এক গ্রামীন মহিলার ছবি। সঙ্গে বার্তা- ‘ঘোমটা পরা মহিলারা হরিয়ানার স্বকীয়তা, গর্ব’।
কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়াল বলেছেন, ওই বিজ্ঞাপন থেকে হরিয়ানার বিজেপি সরকারের পশ্চাদপদ ও পিতৃতান্ত্রিক মানসিকতারই প্রতিফলন ঘটেছে। তিনি আরও বলেছেন, খাট্টার সরকার কি বুঝতে পারছে না যে, হরিয়ানার মেয়েরা শুধু রাজ্যকেই নয়, দেশকেও গর্বিত করেছেন।
২৮ বছরের গীতা ফোগাতের কাহিনী ঘিরেই তৈরি হয়েছে বলিউডের জনপ্রিয় সিনেমা ‘দঙ্গল’। সরকারের এ ধরনের বিজ্ঞাপনে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন গীতা। তিনি বলেছেন, মেয়েদের ঘোমটায় ঢেকে রাখা, স্কুলে যেতে না দেওয়ার মতো পরিবেশ থেকেই টেনে তুলে এনেছেন তাঁর বাবা। কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণপদক জয়ী কুস্তিগীর বলেছেন, ওই পিছিয়ে পড়া পরিবেশ থেকে এই পর্যায়ে নিয়ে আসতে সাহায্য করেছেন তাঁর বাবা।
গীতা ফোগাতের মতো ঘোমটার বাইরে বেরিয়ে আসা মহিলারাই হরিয়ানাকে খ্যাতি এনে দিয়েছেন। হরিয়ানার  মেয়ে মানুষি চিল্লার সম্প্রতি এ বছরের মিস ইন্ডিয়া খেতাব জিতেছেন।
হরিয়ানায় মহিলাদের অধিকার সংক্রান্ত রেকর্ড খুব একটা উজ্জ্বল নয়। অনেক ক্ষেত্রে শিশুকন্যাদের তো জন্মের আগেই মেরে ফেলা হয়।২০১১-র জনগণনা অনুযায়ী রাজ্যে ১০০ পুরুষ পিছু মহিলার সংখ্যা ৮৭৯।
ম্যাগাজিনের বিজ্ঞাপন ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অনিল ভিজ দাবি করেছেন, মহিলাদের ঘোমটা থাকা বাধ্যতামূলক হয়, সরকার তা প্রচারও করে না। তবে কিছু কিছু জায়গায় এই প্রথা রয়েছে। এক্ষেত্রে কারুর আপত্তি থাকতে পারে না।
স্বাস্থ্যমন্ত্রীর আরও দাবি, কোন পরিপ্রেক্ষিতে বিজ্ঞাপনটি প্রকাশিত হয়েছে, তা তিনি খতিয়ে দেখবেন।