নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীর নিয়ে প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন সোজের মন্তব্য ঘিরে বিতর্ক। তিনি বলেছেন, কাশ্মীরীরা 'অবাধ মতামত' প্রকাশের সুযোগ পেলে স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। নিজের লেখা একটি গ্রন্থে এই মন্তব্য করেছেন তিনি। বইতে তিনি লিখেছেন, '১০ বছর আগে পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট মূল্যায়ন করেছিলেন যে, কাশ্মীরীরা পাকিস্তানের সঙ্গে সংযুক্ত হতে চান না। অবাধ মত প্রকাশের সুযোগ পেলে কাশ্মীরের মানুষ স্বাধীনতার বিকল্পকেই বেছে নেবেন। এখনও মুশারফের ওই মূল্যায়নই সঠিক।যদিও তা সম্ভব নয়'।
কংগ্রেস নেতা বইতে আরও লিখেছেন, সামরিক নীতির মাধ্যমে কাশ্মীরে কখনও শান্তি আসবে না।
সোজের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল। তাদের দাবি, বিচ্ছিন্নতাবাদীদের সুরে সুর মিলিয়ে কথা বলছেন।
বিজেপি সাংবাদিক বৈঠক করে সোজের এই মন্তব্যের সমালোচনা করে এ ব্যাপারে কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও সনিয়া গাঁধীর জবাব চেয়েছে। বিজেপির প্রবীণ নেতা সুব্রহ্মন্যম স্বামী বলেছেন, 'কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে সোজ তাঁর মেয়েকে যখন জেকেএলএফ অপহরণ করে তখন কেন্দ্রের ক্ষমতায় উপকৃত হয়েছিলেন। এ দেশে যাঁরা থাকবেন, তাঁদের এ দেশের সংবিধান মেনে চলতে হবে।যদি তাঁরা মুশারফকে সমর্থন করতে চান, তাহলে তাঁদের চলে যাওয়ার টিকিট দেওয়া হবে'।
উল্লেখ্য, খুব শীঘ্রই সোজের লেখা একটি বই প্রকাশিত হবে। বইটির নাম 'কাশ্মীর: গ্লিমপসেস অফ হিস্ট্রি অ্যান্ড দ্য স্টোরি অফ স্ট্রাগল'। ওই বইতে সোজ তাঁর মতামত লিখেছেন। তিনি লিখেছেন যে, তত্কালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহর যখন ইসলামাবাদে যাওয়ার কথা ছিল তার আগে মুশারফ তাঁর মতামত নিয়ে মন্ত্রিসভায় আলোচনা করেছিলেন।
'স্বাধীনতা চান কাশ্মীরীরা', আগামী গ্রন্থে মন্তব্য সৈফুদ্দিন সোজের, জবাব দিন সোনিয়া-রাহুল, তোপ বিজেপির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2018 04:46 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -