উত্তরপ্রদেশের জরুরি পরিষেবা বিভাগ ‘কল ১১২’-এর পক্ষ থেকে ট্যুইট করে জানানো হয়েছে, এই ঘটনা ঘটেছে আমরোহায়। একটি কুয়োয় পড়ে যায় তিনটি কুকুরছানা। সেই কুয়োয় সাপ থাকায় স্থানীয় বাসিন্দারা নীচে নেমে কুকুরছানাগুলিকে উদ্ধার করার সাহস দেখাতে পারেননি। কিন্তু এক পুলিশ আধিকারিক মইয়ের সাহায্যে কুয়োর নীচে নেমে নিরাপদেই কুকুরছানাগুলিকে উদ্ধার করেন।