ভোপাল: মর্মান্তিক। মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে, দিন গুনছিলেন হেড কনস্টেবল রামশংকর যাদব। কিন্তু সিমি-র বিচারাধীন বন্দিরা ভোপালের জেল ভেঙে তাঁকেই খুন করে পালিয়ে যায়। দীপাবলীতে বিষাদের ছায়া ঘিরেছে রামশংকরের পরিবারকে।

তাঁর ভাইপো বিজয় শংকর যাদব সংবাদ সংস্থাকে বলেছেন, রামশংকর খুশিতে বুঁদ হয়ে ছিলেন। আসছে ৯ ডিসেম্বর ২৪ বছরের মেয়ে সোনিয়ার বিয়ে। এর আগে হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, কিন্তু তাতে উত্সাহে ঘাটতি ছিল না। মেয়ের বিয়ের প্রস্তুতি সারছিলেন। কিন্তু ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। আমরা আজ সকালে সিমির লোকজনের হাতে ওঁর মৃত্যু সংবাদ পেলাম।

রামশংকরের দুই ছেলে শম্ভুনাথ (৩৬) আর প্রভুনাথ (৩২) দুজনেই সেনাবাহিনীতে কর্মরত। প্রথমজন গুয়াহাটিতে, পরেরজন হিসারে আছেন কর্মসূত্রে। আগামীকাল শেষকৃত্য হবে রাম শংকরের। দুই ছেলে চলে আসছেন।

মেয়ের বিয়ে হবে কিনা, সংশয় তৈরি হয়েছে। বিজয় জানালেন, আমরা বসে আলোচনা করে ঠিক করব, এই অবস্থায় বিয়েটা নির্ধারিত দিনেই হবে, না পিছিয়ে যাবে।