নয়াদিল্লি: সম্প্রতি থানায় বসে এক স্টেশন হাউস অফিসারের সাধ্বীর থেকে মাথায় ম্যাসাজ নেওয়ার ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। পুলিশের পোশাকেই ওই এসএইচওকে সাধ্বীর সঙ্গে বসে থাকতে দেখা যায় ভিডিওতে। এরপরই শুরু বিতর্কের। পরে সেই পুলিশকর্মীকে ডিস্ট্রিক্ট লাইনে বদলি করা হয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় জনকপুরী থানার এসএইচও ইন্দ্রপল সিংহের মাথায় হাত দিয়ে রয়েছেন গডওম্যান নমিতা আচার্য। বিভিন্ন সূত্রের তরফে দাবি করা হয়, মাথায় ম্যাসাজ নিচ্ছিলেন এসএইচও। তবে ভিডিও ভাইরাল হওয়ার পরই, পুলিশের তরফে দাবি করা হয় মাথায় ম্যাসাজ নয়, আশীর্বাদ করছিলেন ওই সাধ্বী।
এই ঘটনা সামনে আসার পরই ডেপুটি কমিশনার (পশ্চিম) বিজয় কুমার জানিয়েছেন, অভিযুক্ত এসএইচওকে বদলি করা হয়েছে ডিস্ট্রিক্ট লাইনে। প্রসঙ্গত, গত বছর বিবেক বিহার থানার এসএইচও সঞ্জয় শর্মার ছবি যখন রাধে মার সঙ্গে ভাইরাল হয়ে যায়, তখন তাঁকেও ডিস্ট্রিক্ট লাইনে বদলি করে দেওয়া হয়। এধরনের কাজ কখনওই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেন ডেপুটি কমিশনার।
থানার মধ্যে সাধ্বী মাথা টিপে দিচ্ছেন, বদলি পুলিশকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jul 2018 06:44 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -